‘চালডাল’ কোম্পানির কর্মী নিয়োগ নিয়ে গুজব

সম্প্রতি, বাংলাদেশি ফুড ডেলিভারি কোম্পানি ‘চালডাল’ কর্মী নিয়োগ দিচ্ছে শীর্ষক দাবিতে একটি ডিজিটাল ব্যানার  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফুড ডেলিভারি কোম্পানি ‘চালডাল’ এর কর্মী নিয়োগ সংক্রান্ত এই তথ্যটি সঠিক নয় বরং প্রতারণার উদ্দেশ্যে ফেসবুকে বিভিন্ন পেজ থেকে ‘চালডাল’ এর কর্মী নিয়োগের ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ফুড ডেলিভারি কোম্পানি ‘চালডাল’ এর ওয়েবসাইট, ফেসবুক পেজে সাম্প্রতিক কর্মী নিয়োগের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, ফুড ডেলিভারি কোম্পানি ‘চালডাল’ এর অফিসিয়াল ফেসবুক পেজে গত ৩১ মে তারিখে ‘জনস্বার্থে সকলকে সতর্ক থাকতে অনুরোধ রইলো’ ক্যাপশনে  ডিজিটাল ব্যানার সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

ফেসবুকে ডিজিটাল ব্যানারের মাধ্যমে প্রকাশিত  সতর্কবার্তায় চালডাল কর্তৃপক্ষ  জানায়, ‘চালডাল নাম ও লোগো ব্যবহার করে কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান ভুল এবং মিথ্যা তথ্য দিয়ে মানুষকে প্রলুব্ধ করে প্রতারণার চেষ্টা করছে। চালডাল বা এর কোনো অঙ্গ প্রতিষ্ঠান এই মুহূর্তে নিয়োগের জন্য নিজস্ব প্ল্যাটফর্ম ব্যতীত অন্য কোনো প্লাটফর্মে কোনো প্রকার প্রচারণা চালাচ্ছে না।’

Screenshot from ‘Facebook’

ওই সতর্কবার্তায় আরো বলা হয়, ‘এই ধরণের কোনো কার্যক্রমে অংশ নিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে চালডাল দায়বদ্ধ থাকবে না। জনস্বার্থে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।’

মূলত, বাংলাদেশি ফুড ডেলিভারি কোম্পানি ‘চালডাল’ কর্মী নিয়োগ দিচ্ছে এমন একটি তথ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে জানা যায়, ফুড ‘চালডাল’ এর কর্মী নিয়োগ নিয়ে ফেসবুকে প্রচারিত তথ্যটি সঠিক নয়। চালডাল কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সামাজিক মাধ্যমে চালডালের নামে ছড়িয়ে পড়া কর্মী নিয়োগ সংক্রান্ত তথ্যকে মিথ্যা হিসেবে উল্লেখ করে এই বিষয়ে জনসাধারণকে সর্তক থাকতে অনুরোধ করেছে।

প্রসঙ্গত, এর আগেও বিকাশের ছয় কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে ব্যবহারকারীদের ৬৬০০ টাকা বোনাস দেওয়ার দাবিতে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, বাংলাদেশি ফুড ডেলিভারি কোম্পানি ‘চালডাল’ কর্মী নিয়োগ দিচ্ছে  দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img