ইতালিতে মাধ্যাকর্ষণকে অস্বীকার করে একটি গাছের বেড়ে চলার দাবিটি মিথ্যা

সম্প্রতি,‘ইতালির প্রত্নতাত্ত্বিক উদ্যানে মাধ্যাকর্ষণকে অস্বীকার করে বেড়ে চলেছে একটি গাছ’ শীর্ষক দাবিতে একটি একটি গাছের ছবি সম্বলিত পোস্ট ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুক প্রচারিত পোস্ট দেখুন; এখানেএখানে।
আর্কাইভের পোস্ট দেখুন; এখানেএখানে।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ইতালির প্রত্নতাত্ত্বিক উদ্যানে মাধ্যাকর্ষণকে অস্বীকার করে বেড়ে ওঠা গাছের খবরটি সঠিক নয় বরং মাধ্যাকর্ষণের নিয়ম মেনেই আলোক উদ্দীপনায় সাড়া দেওয়ার মাধ্যমে গাছটি বেড়ে উঠেছে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ম্যাগাজিন ও ট্রাভেল কোম্পানি Atlas Obscura এর Upside-Down Fig Tree শীর্ষক একটি ভ্রমণ আর্টিকেলে হুবহু একই ছবি খুঁজে পাওয়া যায়।

Website: Atlas Obscura

ছবিটিতে দেখা যায়, গাছটির বৃদ্ধি হয়েছে ছাদের অংশ থেকে মাটির দিকে। ফলে গাছটির বৃদ্ধি মূলত মাধ্যাকর্ষণের দিকেই হয়েছে।

প্রায় সব প্রজাতির উদ্ভিদের চলনেই অভিকর্ষের প্রভাব রয়েছে। অভিকর্ষের প্রভাবে গাছের চলনকে গ্রাভিট্রপিজম (Gravitropism) বা জিওট্রপিজম(Geotropism) বলে। উদ্ভিদে দুই ধরনের জিওট্রপিজম দেখা যায়। ধনাত্মক জিওট্রপিজম উদ্ভিদের মূলকে অভিকর্ষের দিকে বৃদ্ধির উদ্দীপনা জোগায়। আর ঋণাত্মক জিওট্রপিজম উদ্ভিদের কান্ডকে অভিকর্ষের বিপরীতে বৃদ্ধির জন্য উদ্দীপনা জোগায়।

Website: Owlcation 

সেইসাথে, গাছের অন্য আরেক বিশেষ চলনের নাম ফটোট্রপিজম (Phototropism)। ফটোট্রপিজমের ফলে উদ্ভিদের মূল আলোর বিপরীতে এবং কান্ড আলোর দিকে চলনের জন্য উদ্দীপ্ত হয়। উদ্ভিদের এই চলনের কারণেই গাছের বৃদ্ধির দিক নির্ধারিত হয়।

Website: Science Direct

সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত ছবিটিতে দেখা যায়, গুহার উপরের দেয়ালে জন্মানোর কারণে গাছটি শুধুমাত্র নিচের দিকেই বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। কারণ, গাছটিতে আলোক উদ্দীপনা এসেছে শুধুমাত্র নিচের দিক থেকেই। ফলে গাছটির বৃদ্ধিও হয়েছে নিচের দিকেই। গাছটির নিচের দিকে বৃদ্ধির এই ছবিকেই মাধ্যাকর্ষণকে উপেক্ষা করে বেড়ে উঠেছে বলে দাবি করা হচ্ছে।

Nature Journal প্রকাশিত একটি বৈজ্ঞানিক অনুবন্ধে দেখা যায়, গাছের বৃদ্ধির দিক নিয়ন্ত্রিত হয় হয় অক্সিন নামক হরমোনের দ্বারা। যা গাছের মূল ও কান্ডকে পরস্পর বিপরীত দিকে বৃদ্ধির জন্য উদ্দীপনা জোগায় করে।

ছবিসূত্র: Nature Journal 

মূলত, সম্প্রতি ইতালির প্রত্নতাত্ত্বিক উদ্যানে মাধ্যাকর্ষণকে অস্বীকার করে বেড়ে বেড়ে চলছে গাছ শীর্ষক দাবিতে একটি গাছের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে জানা যায়, মাধ্যাকর্ষণ ও উদ্ভিদের আলোক চলনের সূত্র মেনেই বেড়ে উঠেছে। মূলত ইতালির প্রত্নতাত্ত্বিক উদ্যানের কুঠুরির মত স্থানে ছাদের অংশে জন্মানো একটি গাছের ছবিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। 

সুতরাং, ইতালির প্রত্নতাত্ত্বিক উদ্যানে মাধ্যাকর্ষণকে অস্বীকার করে গাছের বেড়ে চলার তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img