বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনের মৃত্যু ও ৫ জন আটকের দাবিটি মিথ্যা

সম্প্রতি “বঙ্গবাজার আগুন লাগায় বাড়ছে সন্দেহ,একি বললো হাসিনা,৭ জনের মৃত্যু ৫ জন আটক’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Screenshot Source: Facebook 

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে
আর্কাইভ ভার্সন দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যু কিংবা আটক হওয়ার ঘটনা ঘটেনি বরং আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৮ জন কর্মী আহত হয়েছে এবং প্রচারিত ভিডিওটির থাম্বনেইলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু এবং ৫ জন আটকের কথা লিখলেও বিস্তারিত ভিডিওতে এমন কোনো তথ্য দেওয়া নেই। 

গত ৪ এপ্রিল News Plus নামের একটি ফেসবুক পেজ থেকে ‘বঙ্গবাজার আগুন লাগায় বাড়ছে সন্দেহ,একি বললো হাসিনা,৭ জনের মৃত্যু ৫ জন আটক’ শীর্ষক শিরোনামে ৯ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়।

Screenshot Source: Facebook 

ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটি কয়েকটি প্রতিবেদন নিয়ে তৈরি একটি নিউজ বুলেটিন ভিডিও। ৯ মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওটিতে ১মিনিট ৪৫ সেকেন্ডের সময় বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের বিষয়ে বলা হয়। এ বিষয়ে সংবাদ পাঠ ১ মিনিট ৪৫ সেকেন্ড থেকে শুরু হয়ে ২ মিনিট ৩৭ সেকেন্ড পর্যন্ত চলে। 

সে অংশে বলা হয়, “বাংলাদেশে পাইকারি কাপড়ের বৃহৎ আড়ত হিসেবে পরিচিত ঢাকার বঙ্গবাজারের ৮টি মার্কেটের অন্তত ৫ হাজার দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। দোকানগুলোতে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত মূল্যের মালামাল ছিল বলে জানিয়েছেন তারা। সহায়-সম্বল হারানোর পাশাপাশি অনেকে বিভিন্ন ব্যাংকে বড় অংকের ঋণ রয়েছে বলেও জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। জানা গেছে, পবিত্র রমজানের ঈদ ঘিরে ব্যবসায়ীরা দোকানে নতুন মালামাল তুলে পূর্ণ প্রস্তুতি নেন। কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড তাদের পথে বসিয়ে দিল। পুড়ে যাওয়া মার্কেটগুলোতে প্যান্ট, শার্ট, গেঞ্জি, থ্রি পিস ও শাড়ির দোকান ছিল। পাঁচ হাজার ব্যবসায়ীর অন্তত ১০ হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।”

উক্ত প্রতিবেদনের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে রাজনীতি সংবাদ নামের একটি ওয়েবসাইটে ‘পাঁচ হাজার ব্যবসায়ীকে পথে বসালো ভয়াল আগুন, ক্ষতি ১০ হাজার কোটি’ শীর্ষক শিরোনামে গত ৪ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Screenshot Source: rajnitisangbad.com

রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, রাজনীতি সংবাদে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু দাবিকৃত ভিডিওতে পাঠ করা হয়েছে। 

এছাড়া অধিকতর অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘ঈদের আগে দোকান পুড়ে নিঃস্ব তারা’ শীর্ষক শিরোনামে ০৫ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

Screenshot Source: Prothom Alo

প্রতিবেদন বলা হয়, “বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় এপর্যন্ত এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে গেছে। এছাড়াও আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৮ জন কর্মী আহত হয়েছেন এবং এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।”

তবে প্রতিবেদনে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তাছাড়া এঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের বিষয়েও কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এছাড়াও কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে মূল ধারার গণমাধ্যম দৈনিক ইনকলাবের অনলাইন সংস্করণে ‘বঙ্গবাজারে ৩০ ঘণ্টা পরও মাঝে মাঝেই জ্বলছে আগুন’ শীর্ষক শিরোনামে ০৫ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

Screenshot Source: The Daily Inqilab

প্রতিবেদনে বলা হয়, “মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের দিকে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজার মার্কেট। আগুন লাগার ৩০ ঘণ্টারও বেশি পার হয়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৮ জন কর্মী আহত হয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়।”

তবে এই প্রতিবেদনেও অগ্নিকাণ্ডের ঘটনায় কারো মৃত্যু কিংবা গ্রেফতার সম্পর্কে কিছু বলা হয়নি।

পাশাপাশি দেশীয় গণমাধ্যম কিংবা অন্যকোনো সূত্রে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কারো আটক কিংবা মৃত্যু সম্পর্কিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, সম্প্রতি বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এতে ৫ হাজার দোকান পুড়ে যাওয়া,  ১ হাজার কোটি টাকার ক্ষতি এবং আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৮ জন কর্মী আহত হয়। তবে একটি নিউজ বুলেটিন ভিডিওতে চটকদার শিরোনামে উক্ত ঘটনায় ৭ জনের মৃত্যু এবং ৫ জনের আটকের কথা লেখা হয়। প্রকৃতপক্ষে এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ওই অগ্নিকাণ্ডে কারো মৃত্যু কিংবা আটক হওয়ার কোনো ঘটনা ঘটেনি। 

সুতরাং, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনের মৃত্যু এবং ৫ জন আটক হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img