ড. ইউনূসের যুক্তরাষ্ট্রের পাসপোর্ট বাতিলের গুজব 

সম্প্রতি, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাসপোর্ট বাতিল করলো আমেরিকা।’ শীর্ষক দাবিতে একটি ডিজিটাল ব্যানার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা যায়। 

এছাড়া, ‘ড. ইউনুসের পাসপোর্ট বাতিল করলো আমেরিকা। শীঘ্রই দেশে ফিরছেন “বঙ্গবন্ধুকন্যা” দেশরত্ন শেখ হাসিনা’- শীর্ষক বক্তব্যটি  সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির দাবিতেও একটি ভিডিও পোস্ট হতে দেখা যায়। 

ডিজিটাল ব্যানার যুক্ত করে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

গোলাম মাওলা রনির ভিডিও যুক্ত করে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের পাসপোর্ট বাতিলের দাবিটি মিথ্যা এবং গোলাম মাওলা রনিও এসংক্রান্ত কোনো মন্তব্য করেনি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। গোলাম মাওলা রনির ভিন্ন প্রেক্ষিতে দেওয়া একটি বক্তব্যে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ডিজিটাল ব্যানারের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দেখা যায় যায়, ডিজিটাল ব্যানারটিতে ‘The Daily Ekattor’ শীর্ষক একটি লোগো রয়েছে। সেই সূত্র ধরে অনুসন্ধানে ‘The Daily Ekattor’ নামক একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। উক্ত পেজ থেকে গতকাল (১৬ ফেব্রুয়ারি) আলোচিত ডিজিটাল ব্যানারটি পোস্ট হতে দেখা যায়। 

Screenshot: Facebook 

উক্ত পোস্টটিতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। 

এছাড়া পেজটির ট্রান্সপারেন্সি সেকশন ঘেঁটে দেখা যায়, পেজটি গত ১৫ ফেব্রুয়ারি খোলা হয়েছে। 

Screenshot: Facebook 

পরবর্তীতে গোলাম মাওলা রনির বক্তব্যটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে গোলাম মাওলা রনির নিজস্ব ইউটিউব চ্যানেলে গত ১৬ ফেব্রুয়ারি “ট্রাম্পের কথায় খুশিতে নাচছে আ.লীগ! ক্ষমতা ফিরে পাবার স্বপ্নে ভারত আমেরিকা কাঁপাচ্ছে!” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে রনির বক্তব্যের সাথে আলোচিত ভিডিওতে রনির দেওয়া বক্তব্যের মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিওটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। এছাড়া ১৩ মিনিট ২৪ সেকেন্ডের মূল ভিডিওটি পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে গোলাম মাওলা রনিকে কোনো বক্তব্য দিতে শোনা যায়নি। 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের পাসপোর্ট বাতিলের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img