গত বছর থেকে ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আবেদন করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
২০২৩ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ২০২৩ সালে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন দ্য ডেইলি ক্যাম্পাস।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনের জন্য ইউজিসিতে কোনো আবেদন জমা পড়েনি বরং বরগুনার একটি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা জটিলতাকে কেন্দ্র করে হযরত মুহাম্মদ (সা.) এর নামে স্থাপন করা সাইনবোর্ডের মাধ্যমেই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলানিউজ২৪’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর “বিশ্বনবীর নামে সাইনবোর্ড টানিয়ে স্কুলের জমি দখল!” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ‘বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জীবন আদর্শ অধ্যয়ন বিশ্ববিদ্যালয়’ নামক একটি সাইনবোর্ডের ছবি দেখতে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, বরগুনা জেলার আমতলী উপজেলায় কুদ্দুস হাওলাদার নামক এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নামে সাইনবোর্ড টানিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে৷ প্রতিবেদনে আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলমকে উদ্ধৃত করে বলা হয়, নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড টানিয়ে বিদ্যালয়ের জমি দখল করা হয়েছে। জমি উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
অর্থাৎ জমি দখলকে কেন্দ্র করে নবীজির নামে টানানো সাইনবোর্ডের মাধ্যমেই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
পরবর্তীতে বিষয়টি সম্পর্কে জানতে ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিনের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান,‘নবীজির নামে কোন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব ইউজিসি’তে আসে নি।’
এছাড়াও একই বিষয়ে জানতে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমার জানা নেই।’
মূলত, বরগুনা জেলার আমতলী উপজেলার কুদ্দুস হাওলাদার নামক এক প্রভাবশালী ব্যক্তি হযরত মুহাম্মদ (সা.) এর নামে ‘বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জীবন আদর্শ অধ্যয়ন বিশ্ববিদ্যালয়’ শীর্ষক সাইনবোর্ডের মাধ্যমে একটি বিদ্যালয়ের জমি দখল করে রাখার অভিযোগ এসেছে। এই অভিযোগের মধ্যেই গেল বছর থেকে দাবি করা হচ্ছে, উক্ত স্থানে রাসূল (সা.) এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আবেদন করা হয়েছে ইউজিসিতে। তবে রিউমর স্ক্যানার টিম যাচাই করে দেখেছে, আলোচিত দাবিটি সঠিক নয়। ইউজিসিতে এমন কোনো আবেদন আসেনি বলে রিউমর স্ক্যানারকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে
সুতরাং, ইউজিসিতে হযরত মুহাম্মদ (সা.) এর নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন করা হয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- BanglaNews24.com : বিশ্বনবীর নামে সাইনবোর্ড টানিয়ে স্কুলের জমি দখল!
- Statement of Muhammad Omar Faruque, Director, Private University Department, UGC
- Statement of Dr. AKM Shamsul Arefin, Director, Public Relations and Right to Information Division, UGC
- Rumor Scanner’s own analysis