সারিবদ্ধ গাড়ির সারির একটি ছবি ইন্টারনেটে প্রচার করে দাবি করা হচ্ছে, এটি কোটা সংস্কার আন্দোলন ও সরকারের পদত্যাগের পর শিক্ষার্থীদের তত্ত্বাবধানে বর্তমান বাংলাদেশের ট্রাফিকের ছবি।

ফ্যাক্ট
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বাংলাদেশের ট্রাফিকের দৃশ্য নয় বরং থাইল্যান্ডের একটি ছবি।
রিভার্স ইমেজ সার্চ করে স্টক ফটোগ্রাফি প্রতিষ্ঠান অ্যালামির ওয়েবসাইটে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবির বিস্তারিত অংশ থেকে জানা যায়, ছবিটি চলতি বছরের ০৩ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংকক শহর থেকে তোলা হয়েছে। সম্প্রতি, উক্ত ছবিটি শিক্ষার্থীদের তত্ত্বাবধানে বাংলাদেশের ট্রাফিকের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, থাইল্যান্ডের ব্যাংককের ট্রাফিকের পুরোনো একটি ছবি শিক্ষার্থীদের তত্ত্বাবধানে বাংলাদেশের ট্রাফিকের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Alamy: Traffic moves slowly along a busy road cowded traffic jam road in city.
- Rumor Scanner’s own analysis