সম্প্রতি ‘“পরীমনির জীবনটা অনেকটা আমার জীবনের মতো: রুমীন ফারহানা’ শীর্ষক শিরোনামে একটি ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
একই ব্যানার বিএনপির আরেক নেত্রী শামা ওবায়েদের নামেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়েছে।
তার নামে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
আর্কাইভ দেখুন এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পরীমণির জীবনকে নিজের জীবনের সাথে তুলনা করে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বা শামা ওবায়েদ কেউই মন্তব্য করেননি বরং উক্ত মন্তব্যটি বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিনের।
কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেল আরটিভির বিনোদন পেইজ RTV Entertainment এ গত ৩১ ডিসেম্বর ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো : তসলিমা নাসরিন‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ব্যানার প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এই প্রতিবেদনটির সূত্রে তাসলিমা নাসরিনের ভ্যারিফাইড ফেসবুক পেইজে একইদিনে দেওয়া “পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো।” শীর্ষক একটি স্ট্যাটাস খুঁজে পাওয়া যায়।
স্ট্যাটাসটিতে তাসলিমা নাসরিন লিখেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে –। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল, এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’
তাসলিমা নাসরিন আরও লিখেন, ‘পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, তাসলিমা নাসরিনের পরীমণিকে নিয়ে করা এই উক্তিটি দিয়ে আরটিভি ব্যানার প্রতিবেদন করে৷ পরবর্তীতে সেই ব্যানার প্রতিবেদনটিকে সম্পাদনা করে সেখানে রুমিন ফারহানা ও শামা ওবায়েদের নাম বসিয়ে ফেসবুকে প্রচার করা হয়।
অর্থাৎ, পরীমণিকে নিয়ে করা মন্তব্যটি রুমিন ফারহানা বা শামা ওবায়েদের নয়।
মূলত, তাসলিমা নাসরিন গত ৩১ ডিসেম্বর অভিনেত্রী পরীমণিকে নিয়ে তার ভ্যারিফাইড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন৷ সেখানে তিনি লিখেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো।’ তার এই উক্তিটি দিয়ে বেসরকারি টেলিভিশন আরটিভি একটি ব্যানার প্রতিবেদন করে। পরবর্তীতে সেই ব্যানার প্রতিবেদনটিকে সম্পাদনা করে তাতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও শামা ওবায়েদের নাম বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের বহুল আলোচিত অভিনেত্রী পরীমণি সম্প্রতি তার স্বামী অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদ করার ঘোষণা দিয়ে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেন।
সুতরাং, পরীমণির জীবনকে নিজের জীবনের সাথে তুলনা করে বিএনপি নেত্রী রুমিন ফারহানার বক্তব্যটি সঠিক নয়; এটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- RTV Entertainment: পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো : তসলিমা নাসরিন
- Taslima Nasreen_Facebook Page: পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো
- Samokal: বিচ্ছেদ হয়নি আলাদা হয়েছি, শিগগিরই কাগজ পাঠিয়ে দেব: পরীমণি