আইসিসির বাছাইকৃত টি-২০ সেরা একাদশে তাসকিনের জায়গা পাওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি “এবারের টি- টুয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন একমাত্র বাংলাদেশি হয়ে তাসকিন আহমেদ 😍😍। আইসিসির বাছাইকৃত টি-২০ সেরা একাদশ” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)’র বাছাইকৃত সেরা একাদশে তাসকিন আহমেদের জায়গা পাওয়ার তথ্যটি সঠিক নয় বরং একটি অনলাইন পোর্টালের করা নিজস্ব সেরা একাদশকে আইসিসির সেরা একাদশ দাবিতে প্রচার করা হচ্ছে।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট Crickfrenzy.com এর ফেসবুক পেইজে ১৫ নভেম্বর “What’s your XI of #T20WorldCup2022!” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ব্যানার খুঁজে পাওয়া যায়।

ক্রিকফ্রেঞ্জি টি-২০ ইন্টারন্যাশনাল টিম বিশ্বকাপ-২০২২ শীর্ষক শিরোনামে প্রকাশিত এই একাদশে ইংল্যান্ডের জশ বাটলার, অ্যালেক্স হেলস, বেন স্টোকস, শ্যাম কারেন, ভারতের বিরাট কোহলি, সুরাইয়া কুমার যাদব, হার্ডিক পান্ডেয়া, জিম্বাবুয়ে থেকে সিকান্দার রাজা, পাকিস্তান থেকে শাদাব খান, শাহীন আফ্রিদীর পাশাপাশি বাংলাদেশ থেকে একমাত্র তাসকিন আহমেদকে জায়গা দেওয়া হয়েছে। 

ক্রিকফ্রেঞ্জির এই একাদশের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইসিসির বাছাইকৃত টি-২০ সেরা একাদশে তাসকিন আহমেদের সুযোগ পাওয়ার দাবিতে ছড়িয়ে পড়া একাদশের মিল খুঁজে পাওয়া যায়। 

পরবর্তীতে আইসিসির ওয়েবসাইট t20worldcup.com এ ১৪ নভেম্বর “Team of the Tournament revealed for Men’s T20 World Cup 2022” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এই প্রতিবেদন থেকে জানা যায়, টি-২০ বিশ্বকাপ ২০২২ এর সেরা একাদশে ইংল্যান্ডের চারজন, পাকিস্তান ও ভারতের দুইজন করে চারজন এবং দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড থেকে একজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন।

একাদশে জায়গা পাওয়া খেলোয়াড়েরা হলেন, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, জশ বাটলার, শ্যাম কারেন ও মার্ক উড। পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন শাহেন শাহ আফ্রিদি ও শাদাব খান, ভারত থেকে জায়গা পেয়েছেন বিরাট কোহলি ও সুরাইয়া কুমার যাদব, দক্ষিণ আফ্রিকা থেকে অ্যানরিচ নর্টজে, জিম্বাবুয়ে থেকে সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের গ্ল্যান ফিলিপস। 

এই একাদশে ১২ তম খেলোয়াড় হিসেবে আছেন ভারতের হার্ডিক পান্ডেয়া। তবে তালিকায় কোথাও তাসকিন আহমেদের নাম খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ তাসকিন আহমেদ আইসিসির সেরা একাদশে জায়গা পাননি।

মূলত, বাংলাদেশের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জি ১৪ নভেম্বর তাদের ফেসবুক পেজে ক্রিকফ্রেঞ্জি টি-২০ ইন্টারন্যাশনাল টিম বিশ্বকাপ-২০২২ শীর্ষক শিরোনামে একটি একাদশ প্রকাশ করে। তবে পরবর্তীতে তাদের এই একাদশটিকেই পরিবর্তন করে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সেরা একাদশ দাবিতে প্রচার করা হচ্ছে। কিন্তু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের তাদের যে সেরা একাদশের তালিকা প্রকাশ করেছে, তাতে তাসকিন আহমেদ বা বাংলাদেশের কোনো খেলোয়াড়ের নাম খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)’র বাছাইকৃত সেরা একাদশে তাসকিন আহমেদের জায়গা পাওয়ার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img