সম্প্রতি, “বিপাকে ফখরুল, মির্জা ফখরুলের শশুর বাড়ি ভারতের মুর্শিদাবাদের বহরমপুরে হওয়ায় স্ত্রীকে আউট করে দিতে বলেছে তারেক” শীর্ষক দাবি সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্বশুরবাড়ি ভারতের মুর্শিদাবাদে হওয়ার কারণে তার স্ত্রীকে দল থেকে আউট করে দিতে বলেননি বরং কোনোরকম তথ্যসূত্র ছাড়াই আলোচিত মন্তব্যটি তারেক রহমানের নামে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতেই একাধিক প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করেও জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে মির্জা ফখরুলের স্ত্রীর বিষয়ে তারেক রহমানের আলোচিত মন্তব্যটির সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলো বিশ্লেষণ করে ভাইরাল (আর্কাইভ) ও Dokhine Dishari – দক্ষিণের দিশারী (আর্কাইভ) নামের দুটি ফেসবুক পেজে গত ২৮ মার্চ একই সময়ে (বিকাল ৩টা) প্রকাশিত মির্জা ফখরুলের স্ত্রীর বিষয়ে তারেক রহমানের আলোচিত মন্তব্য সম্বলিত সম্ভাব্য প্রথম পোস্ট খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
উক্ত ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও আলোচিত মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সংযুক্ত করা হয়। তবে, উক্ত পোস্টের ক্যাপশন কিংবা ফটোকার্ডে তারেক রহমানের আলোচিত মন্তব্য কখন, কোথায় করেছেন সে সম্পর্কে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
এ ব্যাপারে অধিকতর সত্যতা নিশ্চিতের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং ও দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান’র সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম।
তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্বশুরবাড়ি ভারতের মুর্শিদাবাদে হওয়ার কারণে তার (মির্জা ফখরুল) স্ত্রীকে আউট করে দিতে বলেছেন দাবিতে প্রচারিত মন্তব্যের বিষয়ে তিনি বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
তবে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্বশুরবাড়ি ভারতের মুর্শিদাবাদে হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
শায়রুল কবির খান আরও জানান, “এক শ্রেণীর মানুষ অসৎ উদ্দেশ্যে একেকবার একেক রকম ইস্যু তুলতে চায়। মূলত বিএনপি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিভ্রান্ত তৈরি করতে ও জিয়া পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি সৃষ্টি করাতে এমন তথ্য প্রচার করে।”
মূলত, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্বশুরবাড়ি ভারতের মুর্শিদাবাদে হওয়ার কারণে তার স্ত্রীকে দল থেকে আউট করে দিতে বলেছেন শীর্ষক দাবি সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে তারেক রহমানের আলোচিত মন্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। তারেক রহমানের মন্তব্য দাবিতে প্রচারিত মন্তব্যটি মিথ্যা ও বানোয়াট বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।
সুতরাং, তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্বশুরবাড়ি ভারতের মুর্শিদাবাদে হওয়ার কারণে তার স্ত্রীকে দল থেকে আউট করে দিতে বলেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- ভাইরাল – Facebook Post
- Dokhine Dishari – দক্ষিণের দিশারী – Facebook Post
- Statement from Shairul Kabir Khan