গলায় জুতার মালা পড়ানোর ভিডিওটি ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার নয়

সম্প্রতি “ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার গলায় জুতার মালা” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ফেসবুকে ভাইরাল হওয়া এমনকিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার নয় বরং ভিডিওটি ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময়ে ঢাবির সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইশরাত জাহান এশার।

কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, Emotions নামক ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১২ এপ্রিল “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীর এশাকে গলায় জুতার মালা।” শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে বর্তমান সময়ে ভাইরাল ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার গলায় জুতার মালা পড়ানোর ভিডিওটির সাথে হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, ভিডিওটি বিশ্লেষণ করলে দেখা যায়, ভিডিওতে জুতার মালা পড়ানো ব্যক্তি ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা নয়।

পরবর্তীতে সংবাদমাধ্যম bd24live এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে আলোচিত ভিডিওটি সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যায়।

Screenshot Source: bd24live

প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগ নেত্রী ইশরাত জাহান এশা কর্তৃক হলের একজন ছাত্রীর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠে। উক্ত ঘটনা তৎকালীন সময় বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এই অভিযোগের ভিত্তিতে হলের সাধারণ শিক্ষার্থীরা এশার উপর চড়াও হয় এবং তার গলায় জুতার মালা পড়িয়ে দেয়। যদিও পায়ের রগ কেটে দেয়ার অভিযোগটি পরবর্তীতে ভিত্তিহীন প্রমাণিত হয়।

মূলত, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগ নেত্রী ইশরাত জাহান এশার বিরুদ্ধে একজন সাধারণ শিক্ষার্থীর পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ উঠে। অভিযোগের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে রিভার গলায় জুতার মালা পড়িয়ে দেয়। ঘটনাটি সেসময় ব্যাপক আলোচিত হয় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। উক্ত ঘটনার ভিডিওটি বর্তমান সময়ের দাবি করে ইডেন কলেজের বর্তমান ছাত্রলীগ সভাপতি রিভার গলায় জুতার মালা পড়ানোর দাবিতে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা হলের কিছু সাধারণ শিক্ষার্থীদের অকথ্য ভাষায় কথা বলেন। এই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নানা সমালোচনার সৃষ্টি হয়েছিল। জেসমিন রিভার সম্পর্কে চাঁদাবাজি, সিট বানিজ্য সহ বিভিন্ন অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে সংবাদ প্রচার হয়। কিন্তু গলায় জুতার মালা পড়ানোর মতো কোনো ঘটনা ঘটেনি।

সুতরাং, ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার গলায় জুতার মালা পড়ানো শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

1. আমাদের সময় : ছাত্রী নির্যাতনকারী ছাত্রলীগ নেত্রীর গলায় জুতার মালা (ভিডিও)

2. বিডি ২৪ লাইভ : ছাত্রলীগ নেত্রী এশার গলায় জুতার মালা (ভিডিওসহ)
3. ইউটিউব চ্যানেল : Emotions

আরও পড়ুন

spot_img