ক্রিকেটার সাকিবকে নিয়ে তাইজুলের বক্তব্য আংশিক বিকৃত করে প্রচার

সম্প্রতি, “সাকিব আছে কি না আছে সেইটা দেখার বিষয় না আমি একাই যথেষ্ট : তাইজুল” শীর্ষক শিরোনামে একটি সংবাদ ভুঁইফোড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

তাইজুল

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ক্রিকেটার তাইজুল ইসলাম ‘সাকিব আছে কি না আছে সেইটা দেখার বিষয় না আমি একাই যথেষ্ট’ এই ধরনের কোনো মন্তব্য করেননি বরং দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের আসন্ন টেস্ট সিরিজ প্রসঙ্গে গণমাধ্যমে তার দেওয়া বক্তব্যকে আংশিক বিকৃত করে ভুঁইফোড় অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়েছে।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় সংবাদমাধ্যম ‘Ekattor Tv’ এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৬ মার্চে “সাকিব ভাই নাই তো কি হয়েছে? আমি দায়িত্ব নিলাম-তাইজুল ইসলাম” শীর্ষক শিরোনামে ক্রিকেটার তাইজুল ইসলামের সাথে সাংবাদিকদের সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি, দেশীয় সংবাদমাধ্যম ‘Jamuna Television’ এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৭ মার্চে “সাকিব ভাই নাই তো কি হয়েছে?আমি দায়িত্ব নিলাম-তাইজুল ইসলাম” শীর্ষক শিরোনামে তাইজুল ইসলামের সাথে সাংবাদিকদের সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের প্রকাশিত অন্য একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

এছাড়া, দেশীয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ এর অনলাইন সংস্করণে গত ২৬ মার্চে “সুযোগের অপেক্ষায় তাইজুল” শীর্ষক শিরোনামে তাইজুল ইসলামের সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় । 

মূলত, বাংলাদেশ ক্রিকেট দলের চলমান দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ নিয়ে গত ২৬ মার্চ ডারবানে বাংলাদেশি সাংবাদিকদের সাক্ষাৎকার দেন ক্রিকেটার তাইজুল ইসলাম।

উক্ত সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের চলমান টেস্ট সিরিজে সাকিবের খেলার অনিশ্চয়তা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তাইজুল ইসলাম বলেন ”সাকিব ভাই ছাড়াও তো আমি খেলেছি। খেলিনি তা না। সেখানে আমার দায়িত্ব নেওয়া লেগেছে। সাকিব ভাই থাকুক আর না থাকুক, সবসময় আমার দায়িত্ব আমার কাছেই থাকে।

ক্রিকেটার তাইজুল ইসলামের উক্ত বক্তব্যকে আংশিক বিকৃত করে ‘Sanarbangla’ নামের একটি ভুঁইফোঁড় অনলাইন পোর্টাল গত ৩০ মার্চে “সাকিব আছে কি না আছে সেইটা দেখার বিষয় না আমি একাই যথেষ্ট : তাইজুল” শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এছাড়া, ‘Sanarbangla’ নামের উক্ত ভুঁইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদনটির শিরোনামে তাইজুল ইসলামের বক্তব্যটিকে বিকৃত করে প্রচার করা হলেও প্রতিবেদনের বিস্তারিত অংশে ক্রিকেটার তাইজুল ইসলামের মূল বক্তব্যটিই রয়েছে।  

উল্লেখ্য, পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় বাংলাদেশ দলের চলমান দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ শেষ করেই গত ২৪ মার্চ দেশে ফিরেন ক্রিকেটার সাকিব আল হাসান। তবে, পরিবারের সদস্যদের অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সাকিব সিরিজে ফিরার সিদ্ধান্ত নেন এবং তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলবেন বলে জানা যায়।

সুতরাং, তাইজুল ইসলামের বক্তব্যকে আংশিক বিকৃত করে “সাকিব আছে কি না আছে সেইটা দেখার বিষয় না আমি একাই যথেষ্ট” শীর্ষক শিরোনামে একটি সংবাদ ভূঁইফোড় অনলাইন পোর্টালে প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: সাকিব আছে কি না আছে সেইটা দেখার বিষয় না আমি একাই যথেষ্ট : তাইজুল
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img