ইন্দোনেশিয়ায় বন্যার পুরোনো ভিডিওকে সিলেটের বন্যার ভিডিও দাবিতে প্রচার

সম্প্রতি, “সিলেটে ভয়াবহ বন্যা, চোখের পলকেই তলিয়ে গেল ব্রীজ” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে

টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বন্যার পানিতে ঘরবাড়ি ও ব্রীজ তলিয়ে যাওয়ার ভিডিওটি সিলেটের নয় বরং এটি ২০২১ ইন্দোনেশিয়ার সোপেং রিজেন্সিতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়ার সময় ধারণকৃত একটি ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে,  ‘chave weather – daily videos’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ০৬ ডিসেম্বর “Houses washed away as flash floods hit Soppeng Regency, Indonesia 🇮🇩 December 6 2021 Banjir Bandang” শীর্ষক শিরোনামে প্রকাশিত হুবহু একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে ‘SINDOnews’ নামের একটি ওয়েবসাইটে ২০২১ সালের ০৬ ডিসেম্বর “Soppeng Hit by Flash Floods Due to Overflowing Rivers” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি, ইন্দোনেশিয়ার মূলধারার গণমাধ্যম Kompas এর অনলাইন সংস্করণে ২০২১ সালে ০৭ ডিসেম্বরে “Terjadi Banjir di Soppeng Sulsel, 2 Rumah Hanyut Kena Arus” শিরোনামে প্রকাশিত উক্ত বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়।

বন্যা
Screenshot Kompas

মূলত, ২০২১ সালে ইন্দোনেশিয়ার সোপেং রিজেন্সিতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়ার এবং ব্রীজ তলিয়ে যাওয়ার সময় ধারণকৃত একটি ভিডিওকে সম্প্রতি সিলেটে বন্যার পানিতে ব্রীজ তলিয়ে যাওয়ার ভিডিও দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে প্রচার করা হচ্ছে।

Also Read: ২০১১ সালের জাপানের সুনামির ভিডিওকে সিলেটের বন্যার ভিডিও দাবিতে প্রচার

প্রসঙ্গত, সম্প্রতি সিলেটে বৃ‌ষ্টি ও পাহা‌ড়ি ঢল অব্যাহত থাকায় বি‌ভিন্ন নদ-নদীর পা‌নি উপচে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সিলেট পা‌নি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গিয়েছে, সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর প‌ানি বিপদসীমার ওপর দিয়ে প্রবা‌হিত হচ্ছে। যার ফলে সিলেটে বিভিন্ন জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে।

সুতরাং, ২০২১ সালে ইন্দোনেশিয়ার বন্যায় ক্ষয়ক্ষতির দৃশ্যকে সম্প্রতি সিলেটের বন্যার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img