সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও কাভিয়া মারান মুস্তাফিজুর রহমানকে বিয়ের প্রস্তাব দেননি

সম্প্রতি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও কাভিয়া মারান বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে ‘ও মাই গড কাটার মাস্টার মোস্তাফিজকে বিয়ের প্রস্তাব দিয়ে একই কাণ্ড ঘটালো হায়দ্রাবাদের মালিক কাবিয়া মারান’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

সানরাইজার্স

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত উক্ত দাবির ভিডিওই দেখা হয়েছে প্রায় ৫৩ হাজার ৯২০ বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৩ হাজার ৮৯৯ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ৫২ বার শেয়ার করা হয়েছে।

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কাভিয়া মারান মুস্তাফিজুর রহমানকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং দক্ষিণ আফ্রিকার পেশাদার টুয়েন্টি২০ লিগ এসএ২০-এর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল সানরাইজার্স ইস্টার্ন কেপ-এর টানা দুবার লিগ চ্যাম্পিয়ান হওয়ায় কাভিয়া মারানের  একটি সাক্ষাৎকার কিছু অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কেটে সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটির শুরুতে কাভিয়া মারানের একটি ক্লিপ দেখা যায় যেখানে তার অধিকাংশ কথাই অস্পষ্ট শোনা যায়। তবে ক্লিপের একটি অংশে তাকে ‘খুবই শক্তিশালী দল’ শীর্ষক মন্তব্য করতে স্পষ্টভাবে শোনা যায়। পরবর্তীতে ভিডিওটির উপস্থাপক দাবি করেন, সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও কাভিয়া মারান বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। যা ভারতীয় গণমাধ্যমগুলোতে রীতিমত সাড়া ফেলে দিয়েছে। পাশাপাশি উপস্থাপক আরও দাবি করেন ইতিমধ্যে তাদের বিয়ে করার একটি গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। 

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে ভিডিওটির শুরুতে দেখানো কাভিয়া মারানের ক্লিপটির কয়েকটি কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার টুয়েন্টি২০ লীগ এসএ২০-এর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল সানরাইজার্স ইর্স্টান কেপ এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ১১ ফেব্রুয়ারি “Second 🏆 B𝘢𝘤𝘬 𝘵𝘰 𝘣𝘢𝘤𝘬, 2 𝘪𝘯 𝘢 𝘳𝘰𝘸. 𝘐’𝘮 𝘴𝘰 happy” – Kaviya Maran শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটি পর্যলোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কাভিয়া মারানের ক্লিপটির সাথে উক্ত ভিডিওর কিছু অংশের মিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner 

এছাড়াও ভিডিওটি পর্যালোচনার মাধ্যমে জানা যায়, পরপর দুইবার দক্ষিণ আফ্রিকান টি-২০ লিগ এসএ২০ জয়ের পর ঊল্লাসের সময় সানরাইজার্স ইর্স্টান কেপ-এর মালিক কাভিয়া মারানের উক্ত ভিডিওটি ধারণ করা হয়। যেখানে তাকে দলের খেলোয়াড়দের প্রশংসার পাশাপাশি দুবারের জয়ের বিষয় নিয়ে আলাপ করতে দেখা যায়। যার সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই।

পরবর্তীতে কাভিয়া মারান আসলেই মুস্তাফিজুর রহমানকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কিনা তা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমেও ভারতীয় বা দেশীয় কোনো গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

মূলত, গত ১০ ফেব্রুয়ারি ডারবানস সুপার জায়ান্টসকে ৮৯ রানের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগ এসএ২০ এর শিরোপা জিতে নেয় সানরাইজার্স ইস্টার্ন কেপ। দলের এ জয় ঊল্লাসে অংশগ্রহণ করেন সানরাইজার্স হায়দ্রাবাদ ও সানরাইজার্স ইস্টার্ন কেপের সিইও কাভিয়া মারান। এসময় তিনি দলের খেলোয়াড়দের প্রশংসা করে একটি সাক্ষাৎকার প্রদান করেন। যেটি পরবর্তীতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করা হয়। সম্প্রতি, উক্ত ভিডিওর কিছু অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কেটে তার সাথে পেসার মুস্তাফিজুর রহমানের ছবি যুক্ত করে ‘ও মাই গড কাটার মাস্টার মুস্তাফিজকে বিয়ের প্রস্তাব দিয়ে একই কাণ্ড ঘটালো হায়দ্রাবাদের মালিক কাবিয়া মারান’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, কাভিয়া মারান বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বিয়ের প্রস্তাব দেননি। কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

সুতরাং, সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও কাভিয়া মারান পেসার মুস্তাফিজুর রহমানকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img