ভাইরাল পোস্টের প্রথম ছবিটি রাঙামাটির নয়, সুন্দরবনের

সম্প্রতি, এক ফেসবুক পোস্টে বাংলাদেশের পার্বত্য জেলা রাঙামাটি দাবিতে দুটি ছবি প্রচার করা হয়েছে। এর মধ্যে প্রথম ছবিটি রাঙামাটির নয় বলে পোস্টের মন্তব্যঘরে দাবি করেছেন একাধিক ব্যক্তি।

ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি আলোচিত পোস্টটিতে প্রায় সাড়ে ৮ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। পোস্টটি শেয়ার করা হয়েছে ৬২ বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত পোস্টে প্রচারিত দ্বিতীয় ছবিটি রাঙামাটির হলেও প্রথম ছবিটি রাঙামাটির নয় বরং, উক্ত ছবিটি বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।

উক্ত পোস্টের প্রথম ছবিটির মন্তব্যঘরে Touhid Parvez Biplob নামের একজন লিখেছেন, উক্ত ছবিটি সুন্দরবনের এবং ছবিটি তিনি তুলেছেন।

Screenshot: Facebook

পরবর্তীতে উক্ত ব্যক্তির প্রোফাইল পর্যবেক্ষণ করে ২০২৩ সালে ০৮ অক্টোবর ‘সুন্দরবন’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত আলোচিত ছবি সম্বলিত পোস্টটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Touhid Parvez Biplob Facebook

এছাড়াও, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে PORIJAYEE নামের একটি ভ্রমণ ব্লগেও আলোচিত পোস্টের প্রথম ছবিটিকে সুন্দরবনের ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে।

Screenshot: PORIJAYEE

অর্থাৎ, পোস্টের প্রথম ছবিটি রাঙামাটির নয়। 

তবে অনুসন্ধানে জানা যায়, আলোচিত পোস্টের দ্বিতীয় ছবিটি রাঙামাটির।

সুতরাং, রাঙামাটির ছবি দাবিতে প্রচারিত পোস্টের দ্বিতীয় ছবিটি রাঙামাটির হলেও প্রথম ছবিটি সুন্দরবনের; তাই আলোচিত পোস্টের দাবিটি অর্ধসত্য।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img