সম্প্রতি, ‘হোটেল ওয়েস্টিনে নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ত’ শীর্ষক শিরোনামে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের সাথে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হকসহ বেশ কয়েকজন ব্যক্তির সাম্প্রতিক দৃশ্য দাবিতে একটি ছবি ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মুহাম্মদ আজিজ খানের সাথে ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও আনিসুল হকের এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ছবিটি গতবছরের জুলাইয়ের; যা প্রায় ৭ মাস পূর্বের বিগত আওয়ামী লীগ সরকারের আমলের।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মুহাম্মদ আজিজ খানের অফিশিয়াল ফেসবুক পেজে গত ২৮ মে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত একটি ছবির সাথে আলোচিত ছবিটির হুবহু মিল পাওয়া যায়।

সেখানে উল্লেখিত বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, বাংলাদেশে ফিনল্যান্ডের অনারারি কনসাল জেনারেল হিসেবে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিম্মো লাহদেভির্তা এবং ম্যাডাম পিয়া কাইকোনেনকে সে সময় স্বাগত জানানো হয়। সে সময় সংবর্ধনা অনুষ্ঠানের নৈশভোজে উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, তৎকালীন সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদ এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি শেলডন ইয়েটসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও, আজিজ খানের লিংকড-ইন অ্যাকাউন্টেও সে সময়ে একই ক্যাপশনে প্রকাশিত এলবামে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, আলোচিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, আজিজ খানের সাথে ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও আনিসুল হকের বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গেল মে মাসে তোলা ছবিকে সাম্প্রতিক সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।