সম্প্রতি “লেখাটি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে” শীর্ষক শিরোনামের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। ছবিগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘লেখাটি আমেরিকার ক্যালিফোর্নিয়ায়’ শিরোনামে প্রচারিত ছবিটি কালিফোর্নিয়ার কিংবা বাস্তব কোন ছবি নয় বরং ছবিটি একজন আর্টিস্টের আঁকা একটি আর্টওয়ার্ক এবং ছবিটিতে ‘Go back to Allah!!’ অংশটুকু এডিট করে বসানো হয়েছে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, Fisheye magazine নামের একটি ওয়েবসাইটের Distancing from Reality নামক গ্যালারিতে উক্ত ছবিটি পাওয়া যায়। ওয়েবসাইট থেকে জানা যায়, Devansh Atray নামের একজন থ্রিডি আর্টিস্ট ছবিটি এঁকেছেন। উক্ত ছবিটির সাথে ফেসবুকে ভাইরাল ছবিটির মিল খুঁজে পাওয়া যায়। তবে ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, ভাইরাল ছবিটিতে Go Back to Allah লাইনটি আছে যা এডিট করে বসানো হয়েছে।

পরবর্তীতে থ্রিডি আর্টিস্ট Devansh Atray’র একটি ইন্সটাগ্রাম একাউন্ট পাওয়া যায়। যেখানে তিনি তার আঁকা বিভিন্ন ছবি আপলোড করেছেন। উক্ত একাউন্টেও ভাইরাল ছবিটি পাওয়া যায়। ছবির ক্যাপশনে ইংরেজিতে লেখা হয়,
“These are some of my most sold artworks on @bigwalldecor as prints, just wanted to share these again and say thank you for all the love and support. Also a huge shoutout to the @bigwalldecor team for doing such an awesome job. If you are interested in getting some prints for yourself or your loved ones, please check out the link in my bio.”

অর্থাৎ, আর্টিস্ট Devansh Artay উক্ত ছবিটিকে তার সর্বোচ্চ বিক্রিত ছবি বলে উল্লেখ করেন। এই ছবিটিতেও Go Back to Allah লাইনটি ছিলো না যাতে করে লাইনটি পরবর্তীতে এডিট করে বসানো হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
মূলত, Devansh Atray নামক একজন থ্রিডি আর্টিস্ট কর্তৃক “Are You Lost” শীর্ষক বাক্য সম্বলিত আর্টে অতিরিক্ত ‘Go Back to Allah’ বাক্য এডিটের মাধ্যমে সংযুক্ত করে আমেরিকার ক্যালিফোর্নিয়ার রাস্তার বাস্তব দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ক্যালিফোর্নিয়ার রাস্তায় আল্লাহকে নিয়ে লেখা ছবিটি এডিটেড।