সম্প্রতি “২০২৬ বিশ্বকাপ মাঠের ডিজাইন” শীর্ষক শিরোনামে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ইউটিউবে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ভিডিওগুলোর আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ভিডিওগুলো আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

টুইটারে প্রচারিত এমন কিছু টুইট দেখুন এখানে, এখানে এবং এখানে।
টুইটগুলোর আর্কাইভ দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্টেডিয়াম ডিজাইনের আলোচিত ছবিগুলো ২০২৬ বিশ্বকাপের নয় বরং ২০২৬ বিশ্বকাপের স্টেডিয়াম ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে এবং নির্ধারিত স্টেডিয়ামগুলোর সাথে এই ডিজাইনগুলোর কোনো মিল নেই।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানে দেখা গেছে, গত ১০ ডিসেম্বর ‘Vincent Callebaut Architectures’ নামের একটি ফেসবুক পেজ থেকে “OCEANIUMS, A Biomimetic Generation of Floating and Sustainable Stadiums, by Vincent Callebaut Architectures for after the FIFA World Cup” শীর্ষক শিরোনামে আলোচিত স্টেডিয়ামের ডিজাইনের ছবিগুলো প্রথম প্রচার করা হয়। পোস্টের ক্যাপশনের শুরুতে ফিফা বিশ্বকাপের জন্য স্টেডিয়ামের ডিজাইন করা হয়েছে উল্লেখ করলেও কোন বিশ্বকাপে এই ডিজাইনগুলো ব্যবহার করা হবে তা উল্লেখ করা নেই।

পেজটি পর্যবেক্ষণ করে জানা যায় পেজটি ভিনসেন্ট ক্যালেবাউট নামের একজন আর্কিটেকচারাল ডিজাইনারের পেজ। সেই সূত্র ধরে উক্ত আর্কিটেকচারাল ডিজাইনারের ইন্সটাগ্রাম, টুইটার ও লিংকডইন প্রোফাইল খুঁজে পাওয়া যায়।
ভিনসেন্ট ক্যালেবাউটের ইন্সটাগ্রাম প্রোফাইলেও গত ১০ ডিসেম্বর একই ক্যাপশনে ডিজাইনগুলো পোস্ট করতে দেখা যায়।

ভিনসেন্ট ক্যালেবাউটের লিংকডইন প্রোফাইলে করা একটি পোস্টে উল্লেখ করা হয়েছে ডিজাইনগুলো ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য।

তবে উক্ত পোস্টগুলোতে থাকা ক্যাপশনে উল্লেখ করা বাকি অংশ পড়ে বুঝা যায়, প্রতি বিশ্বকাপ ও অলেম্পিক গেমসের নতুন স্টেডিয়াম বানানোর পরিবর্তে পরিবেশ-বান্ধব ও পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে স্টেডিয়াম তৈরি করার প্রস্তাব দিয়েছে ভিনসেন্ট ক্যালেবাউট।

অর্থাৎ, ভবিষ্যতের জন্য পরিবেশ-বান্ধব ও পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে স্টেডিয়াম বানানোর ধারণা নিয়ে ভিনসেন্ট ক্যালেবাউট নামের একজন আর্কিটেকচারাল ডিজাইনারের প্রস্তাবিত স্টেডিয়াম ডিজাইনের কিছু ছবি বিভ্রান্তিকর ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ফলে ডিজাইনগুলো ২০২৬ বিশ্বকাপ স্টেডিয়ামের ডিজাইন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
২০২৬ বিশ্বকাপের স্টেডিয়াম কোনগুলো?
অনুসন্ধানের মাধ্যমে, ২০১৮ সালের ১৩ জুন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে “Three hosts, 48 teams: how the 2026 World Cup will work” শীর্ষক শিরনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র এই তিন দেশ ২০২৬ বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে। প্রতিবেদনটিতে উক্ত তিন দেশ বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, উক্ত দেশগুলোতে ইতিমধ্যেই স্টেডিয়াম নির্মিত এবং চালু রয়েছে। অন্যদিকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ার লড়াইয়ে থাকা আফ্রিকান দেশ মরক্কো সুযোগ না পাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে দেশটিতে নতুন ৯টি স্টেডিয়াম নির্মাণ করতে হবে।

পরবর্তীতে,ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো যে শহরগুলোতে হবে তার তালিকা খুঁজে পাওয়া যায়।

এছাড়া, আমেরিকান সংবাদমাধ্যম ইউএসএ টুডে-এর ওয়েবসাইটে গত ২১ নভেম্বর “Where is the next FIFA World Cup? The 2026 tournament is coming to a city near you” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজক শহর এবং স্টেডিয়ামের একটি তালিকা খুঁজে পাওয়া যায়। তালিকাটিতে ২০২৬ বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্ধারিত ১৬টি স্টেডিয়াম এবং স্টেডিয়ামগুলোর ধারণক্ষমতা উল্লেখ করা হয়েছে।

পাশপাশি প্রতিবেদনটিতে উক্ত স্টেডিয়ামগুলোর ছবিও সংযুক্ত রয়েছে। ছবিগুলোর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া আলোচিত ছবিগুলোর কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।

মূলত, ভিনসেন্ট ক্যালেবাউট নামের একজন আর্কিটেকচারাল ডিজাইনারের তৈরি স্টেডিয়ামের ডিজাইনকে ২০২৬ বিশ্বকাপ স্টেডিয়ামের ডিজাইন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের জন্য নতুন কোনো স্টেডিয়াম নির্মাণের প্রয়োজন নেই। এছাড়া ২০২৬ বিশ্বকাপের ভেন্যু এবং স্টেডিয়াম ইতিমধ্যেই নির্ধারন করা হয়েছে। নির্ধারিত স্টেডিয়ামগুলোর সাথে ফেসবুকে প্রচারিত উক্ত স্টেডিয়াম ডিজাইনগুলর কোনো মিল নেই।
সুতরাং, ২০২৬ বিশ্বকাপের স্টেডিয়ামের ডিজাইন হিসেবে প্রচারিত ছবিগুলো মিথ্যা।
তথ্যসূত্র
- Theguardian – Three hosts, 48 teams: how the 2026 World Cup will work
- Usatoday – Where is the next FIFA World Cup? The 2026 tournament is coming to a city near you.
- Fifa – FIFA announces hosts cities for FIFA World Cup 2026™
- Vincent Callebaut Architectures – https://www.facebook.com/Vincent.Callebaut.Architectures/posts/659172778997082