এসএসসি পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে ফলাফল জানানোর তথ্যটি মিথ্যা

সম্প্রতি “এসএসসি পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও একটি মূলধারার গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

এছাড়া দেশীয় মূলধারার গণমাধ্যম দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড – এ প্রকাশিত একটি প্রতিবেদনেও একই দাবি করা হয়। প্রতিবেদনটি দেখুন এখানে। আর্কাইভ ভার্স দেখুন এখান

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে নয় বরং ২ মাস বা ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, মূলধারার সংবাদমাধ্যম দৈনিক জনকন্ঠের অনলাইন সংস্করণে গত ১৩ জুন “এসএসসি পরীক্ষা শুরু ১৯ জুন, এবারও হবে সংক্ষিপ্ত সিলেবাসে” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot Daily Janakantha

উক্ত প্রতিবেদনে আসন্ন এসএসসি পরীক্ষা সম্পর্কে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দেওয়া বেশ কিছু তথ্য খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ সম্পর্কে বর্ণিত রয়েছেঃ “পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।”

পাশপাশি, মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ভেরিফাইড ইউটিউব চ্যানেলে গত ১২ জুন “কমলো SSC পরীক্ষার সময়, CQ কত? MCQ কত? | Dipu Moni” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিওর ৭ মিনিটে দেখানো দৃশ্যে আসন্ন এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “পরীক্ষা শেষের ষাট দিনের মধ্যে ইনশাল্লাহ ফলাফল প্রকাশিত হবে।”

মূলত, গত ১২ জুন সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন “পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।” তবে উক্ত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর উচ্চারিত “ষাট” শব্দটিকে সাত অর্থাৎ এক সপ্তাহ ভেবে “এসএসসি পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি” শীর্ষক একটি তথ্য ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে এবং ১৭ জুলাই শেষ হবে। আর ২০২১ সালের ন্যয় এবারও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।

সুতরাং,  “এসএসসি পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।” শীর্ষক তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img