টি টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে শ্রীধর শ্রীরামের নামে প্রচারিত বক্তব্যটি মিথ্যা

সম্প্রতি “বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা আছে এবং শান্ত হতে পারে টুর্নামেন্টের টপ স্কোরার : শ্রীরাম” শীর্ষক শিরোনামের একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত মন্তব্যটি শ্রীধর শ্রীরাম করেননি বরং কোনোরূপ তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে তার নামে মন্তব্যটি প্রচার করা হচ্ছে। 

ফেসবুক মনিটরিং টুলস ব্যবহার করে, ‘Bangladesh Cricket Update’ নামক ফেসবুক পেজে ‘Md Sharif Khan’ নামক আইডি থেকে “বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা আছে এবং শান্ত হতে পারে টুর্নামেন্টের টপ স্কোরার : শ্রীরাম”  শীর্ষক শিরোনামের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটিতে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রচার করা হয়। তবে, মূলধারার কোনো গণমাধ্যম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেজ এবং নির্ভরযোগ্য কোনো সূত্র থেকেও এরকম কোনো তথ্য পাওয়া যায় নি।

মূলত, টি টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কোনোরূপ তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে শ্রীধরন শ্রীরামের মন্তব্য দাবিতে উক্ত বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি টি টুয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ করা হয়। বিসিবির সঙ্গে তাঁর চুক্তি অক্টোবর–নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

সুতরাং, “বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা আছে এবং শান্ত হতে পারে টুর্নামেন্টের টপ স্কোরার : শ্রীরাম” শীর্ষক শিরোনামের বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

  • রিউমর স্ক্যানার টিমের নিজস্ব অনুসন্ধান।

আরও পড়ুন

spot_img