সম্প্রতি, “আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচন করবেন চিত্র নায়িকা মৌসুমী” শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন ভিডিও (আর্কাইভ), ভিডিও (আর্কাইভ) এবং ভিডিও (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন ভিডিও (আর্কাইভ), ভিডিও (আর্কাইভ) এবং ভিডিও (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চিত্রনায়িকা মৌসুমী বিএনপির হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে চিত্রনায়িকা মৌসুমীর দেওয়া বক্তব্যের খণ্ডাংশকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
দাবিটি নিয়ে অনুসন্ধানের শুরুতেই দাবিটিতে থাকা একুশে টেলিভিশন এর মাইক্রোফোন এর সূত্র ধরে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০১৯ সালের ২১ অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘একুশে টেলিভিশন’ এর ইউটিউব চ্যানেলে “জাতীয় নির্বাচনের প্রার্থীরা যদি মৌসুমীর মত হতো সবাই” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
২ মিনিট ৫৪ সেকেন্ডের এই ভিডিওটিতে চিত্রনায়িকা মৌসুমীর বক্তব্য থেকে একটি খণ্ডাংশ নিয়ে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে চিত্রনায়িকা মৌসুমী বলেন,’আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের নির্বাচন খুব কাছে চলে এসেছে। আমি আমার সম্মানিত সদস্যদের সভাপতি পদপ্রার্থী স্বতন্ত্র হিসেবে আমি দোয়াপ্রার্থী এবং আপনাদের সকলের সমর্থন আশা করছি। আশা করি আপনারা সবাই আমাকে সমর্থন দিবেন ভালোবেসে। নির্বাচনে শেষ পর্যন্ত থাকাটাই বড় কথা। নির্বাচনে দ্বন্দ্ব বা অন্যকিছু আমি ভাবছিনা এখন…।’
চিত্রনায়িকা মৌসুমীর কথার সূত্র ধরে আরো অনুসন্ধানে একুশে টেলিভিশন এর ওয়েবসাইটে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর “চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন মৌসুমী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদি কমিটির নির্বাচনে সভাপতি পদে অভিনেত্রী মৌসুমীর প্রতিদ্বন্দ্বিতা করার তথ্য জানা যায়।
এছাড়া জাতীয় দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর “সভাপতি পদে দাঁড়াবেন অভিনয়শিল্পী মৌসুমী” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও মৌসুমীর শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে চিত্রনায়িকা মৌসুমীর দেওয়া বক্তব্যের খণ্ডাংশ আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
তাছাড়া, অভিনেত্রী মৌসুমী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচন করবেন এমন কোনো তথ্য মৌসুমি কিংবা বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি এবং উক্ত দাবিতে গণমাধ্যমে কোনো প্রতিবেদনও প্রকাশিত হয়নি।
মূলত, ২০১৯ সালের ২৫ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে লড়েছেন চিত্রনায়িকা মৌসুমী। সেসময় সভাপতি পদপ্রার্থী হিসেবে একুশে টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিওর খণ্ডাংশকে সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচন করবেন চিত্রনায়িকা মৌসুমী শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। এছাড়া, অনুসন্ধানে অভিনেত্রী মৌসুমি বিএনপির পক্ষে নির্বাচন করবেন এমন দাবিরও সত্যতা পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদি নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনেতা সওদাগরের কাছে হেরে যান অভিনেত্রী মৌসুমী। এর আগের মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন মৌসুমী।
সুতরাং, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচন করবেন চিত্রনায়িকা মৌসুমী শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Ekushey Television : জাতীয় নির্বাচনের প্রার্থীরা যদি মৌসুমীর মত হতো সবাই।। Ekushey ETV
- Prothom Alo : সভাপতি পদে দাঁড়াবেন অভিনয়শিল্পী মৌসুমী
- Ekushey Television : চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন মৌসুমী