সম্প্রতি, অভিনেত্রী ও টিকটক তারকা আরোহী মিম শুটিং শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন দাবিতে একাধিক ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেত্রী ও টিকটক তারকা আরোহী মিম মারা যাননি প্রকৃতপক্ষে, অধিক ভিউ পাওয়ার আশায় কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভিত্তিহীনভাবে তার মৃত্যুর সংবাদটি প্রচার করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে তার মৃত্যুর দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিগুলো প্রচার শুরু একদিন পরই অর্থাৎ, ৫ নভেম্বর রাত ৮ টা ১৩ মিনিটে তিনি একটি রিলস পোস্ট করেন। যেখানে তাকে সাকিব সিদ্দিকী নামের আরেকজন তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা যায়।
সাকিব সিদ্দিকী নামের ওই তারকার ফেসবুক পেজ পর্যালোচনা করে আরোহী মিমের প্রোফাইলে প্রচারিত রিলস ভিডিওর মত তাকে একই পোশাকে ৫ নভেম্বর তার পেজে প্রচারিত জন্মদিন সংক্রান্ত একটি পোস্ট দেখতে পাওয়া যায়।
এ থেকে এটি স্পষ্ট যে, আরোহী মিমের প্রোফাইল থেকে প্রচারিত ভিডিওটি একই দিনেই ধারণ করা হয়েছে।
অর্থাৎ, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আরোহী মিম মারা যাওয়ার দাবিটি প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও একই ভিডিওগুলো ব্যবহার করে আরোহী মিমের মারা যাওয়ার দাবিটি ছড়িয়ে পড়লে সেসব বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, অভিনেত্রী আরোহী মিম মারা যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।