ডিবিসি’র লোগো ব্যবহার করে কয়েকজন সংসদ সদস্যের মনোনয়ন হারানোর দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতাকে উদ্ধৃত করে ‘আওয়ামী লীগের মনোনয়ন হারাতে পারে যে সকল সংসদ সদস্য’ শীর্ষক শিরোনামে ডিবিসি নিউজের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

সংসদ সদস্যের

ফেসবুকে প্রচারিত পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উদ্ধৃত করে আওয়ামী লীগের মনোনয়ন হারাতে পারে যে সকল সংসদ সদস্য শীর্ষক দাবিতে ডিবিসি নিউজের লোগো সম্বলিত প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং আলোচিত দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, ডিবিসি নিউজ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়াও আলোচিত ফটোকার্ডটির ডিজাইনের সাথে ডিবিসি নিউজ কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের ডিজাইনের ভিন্নতা রয়েছে।

অনুসন্ধানের শুরুতে ডিবিসি’র অফিসিয়াল ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দেখা যায়, ডিবিসির অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো সাধারণত একটি নির্দিষ্ট ডিজাইনেই তৈরি করা হয়ে থাকে।

Collage by Rumor Scanner 

যার সাথে আলোচিত ফটোকার্ডের ডিজাইনের সুস্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। 

Photocard Comparison by Rumor Scanner 

এছাড়াও আলোচিত ফটোকার্ডের বিষয়ে ডিবিসি’র অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনায় ‘ডিবিসি নিউজের লোগো ব্যবহার করে ভুয়া কার্ড প্রচার’ শীর্ষক একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

ফটোকার্ডটির কমেন্ট সেকশনে একই শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: DBC News

উক্ত প্রতিবেদনে ডিবিসির পক্ষ থেকে জানানো হয় যে, ‘আওয়ামী লীগের মনোনয়ন হারাতে পারে যে সকল সংসদ সদস্য’ শিরোনামে ডিবিসি নিউজের লোগো সম্বলিত ভাইরাল কার্ডটি ভুয়া। ডিবিসি নিউজ এ ধরনের কোনো কার্ড প্রকাশ করেনি। 

এছাড়াও আলোচিত ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, ‘জনবিচ্ছিন্নতা ও বিভিন্ন সমালোচনার কারণে ফটোকার্ডে উল্লেখিত সংসদ সদস্যরা নিজ নির্বাচনী এলাকার জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা দলীয় মনোনয়ন থেকে ছিটকে পড়েছেন এবং দল এসব আসনে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিবে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।’

উক্ত দাবির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো গণমাধ্যমেও কাজী জাফরুল্লাহ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিমের এমন কোনো বক্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজ আলোচিত ফটোকার্ডটি প্রকাশ করেনি।

মূলত, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিরা মনোনয়নের জন্য দলের নানা মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিদের মনোনয়ন প্রাপ্তির নানা হিসাব নিকাশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে। তারই অংশ হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিমকে উদ্ধৃত করে কিছু নির্দিষ্ট কারণ উল্লেখ করে ‘আওয়ামী লীগের মনোনয়ন হারাতে পারে যে সকল সংসদ সদস্য’ শীর্ষক শিরোনামে ডিবিসি নিউজের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ডিবিসি নিউজের লোগো সম্বলিত ফটোকার্ডটি ভুয়া। প্রকৃতপক্ষে, ডিবিসি নিউজ উক্ত দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিবিসি নিউজের লোগো বসিয়ে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। যার সাথে ডিবিসি নিউজ কর্তৃক ফটোকার্ড ডিজাইনের ব্যাপক পার্থক্য রয়েছে।

উল্লেখ্য, পূর্বেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে ইন্টারনেটে একাধিক ভুয়া তথ্য প্রচার করা হলে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। প্রতিবেদনগুলো দেখুন এখানে এবং এখানে

সুতরাং, ডিবিসি’র লোগো ব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উদ্ধৃত করে কয়েকজন সংসদ সদস্যের আওয়ামী লীগের মনোনয়ন হারাতে পারে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img