বিএনপি নেতা রুহুল কবির রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, “তারেক জিয়ার মনোনয়ন বানিজ্য নস্যাৎ করতেই বিএনপির দলত্যাগী নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন” শীর্ষক একটি মন্তব্যকে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রুহুল কবির

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “তারেক জিয়ার মনোনয়ন বানিজ্য নস্যাৎ করতেই বিএনপির দলত্যাগী নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন” শীর্ষক কোনো মক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রদান করেননি প্রকৃতপক্ষে কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই একটি ভুয়া মন্তব্যকে রুহুল কবির রিজভীর মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে রুহুল কবির রিজভীর নামে ছড়ানো মন্তব্যটির সূত্রের খোঁজ করে রিউমর স্ক্যানার টিম। তবে অনুসন্ধানে দেশীয় কোনো গণমাধ্যমে এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

তবে গত ৩০ নভেম্বর Bangladesh Nationalist Party- BNP এর ইউটিউব চ্যানেলে “রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলন। 30 November 2023” শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে রুহুল কবির রিজভীর পরিহিত পোষাক এবং ব্যাকগ্রাউন্ডের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল খুঁজে পাওয়া যায়। এ থেকে ধারণা করা হয় যে উক্ত ভিডিও থেকেই একটি স্থিরচিত্র আলোচিত ফটোকার্ডে যুক্ত করে উক্ত মন্তব্যটি প্রচার করা হয়েছে। 

Screenshot Comparison : Rumor Scanner 

পরবর্তীতে উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওতে রুহুল কবির রিজভী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উক্ত ভিডিওতে কোথাও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বাণিজ্য নস্যাৎ করতেই বিএনপির দলত্যাগী নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শীর্ষক কোনো কথা বলেননি। 

মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন গ্রহণের দাবিতে দীর্ঘদিন ধরে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রতিদিনই বিভিন্ন ধরনের তথ্য ইন্টারনেটে প্রচারিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় তারেক জিয়ার মনোনয়ন বাণিজ্য নস্যাৎ করতেই বিএনপির দলত্যাগী নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শীর্ষক একটি মন্তব্যকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার অনুসন্ধানে দেখেছে যে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই রুহুল কবির রিজভীর নামে ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে। 

সুতরাং, ‘তারেক জিয়ার মনোনয়ন বানিজ্য নস্যাৎ করতেই বিএনপির দলত্যাগী নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন’ শীর্ষক একটি মন্তব্য রুহুল কবির রিজভীর মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img