আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে নেইমারের উপস্থিতির দাবিটি মিথ্যা

সম্প্রতি, ‘ব্রেকিং নিউজ ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে ফাইনাল ম্যাচে সরাসরি উপস্থিত থাকবেন ব্রাজিলিয়ান সুপারস্টা নেইমার জুনিয়র’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ওয়ানডে বিশ্বকাপ

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট ( আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে, আইসিসি ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল ম্যাচে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের সরাসরি উপস্থিত থাকার বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্র খুঁজে পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত তথ্যটি প্রচার করা হচ্ছে।

গুজবের সূত্রপাত

ফেসবুকের নিজস্ব মনিটরিং টুল ব্যবহার করে দেখা যায়, গত ৩০ সেপ্টেম্বর দুপুর ৩ টা ৩১ মিনিটে ‘স্টার জলসা, পাপন দা, শো রুম আল হাসান বলছি লর্ড সভাপতি থেকে’ নামের একটি ফেসবুক পেজে এবং পেজের অ্যাডমিন AK Jibrail Islam এর প্রোফাইলে  ‘???? ব্রেকিং নিউজ ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে ফাইনাল ম্যাচে সরাসরি উপস্থিত থাকবেন ব্রাজিলিয়ান সুপারস্টা নেইমার জুনিয়র ????????????????’ শীর্ষক শিরোনামে একই সময় উক্ত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়। তবে লক্ষ্য করে দেখা যায়, উক্ত পোস্টটিতে পোস্টদাতা কোনো তথ্যসূত্র ব্যবহার করেননি।

Collage by Rumor Scanner 

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উক্ত তথ্যটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেগুলোতেও কোনো তথ্যসূত্র খুঁজে পাওয়া যায়নি।

উক্ত দাবির সত্যতা যাচাইয়ে নেইমারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। কিন্তু তার কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার পক্ষ থেকে এমন ঘোষণা পাওয়া যায়নি। 

পরবর্তীতে দাবিটি নিয়ে অধিকতর অনুসন্ধানে প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড সার্চের মাধ্যমেও দেশীয় কিংবা বিদেশী গণমাধ্যমে নেইমারের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে সরাসরি উপস্থিত থাকার ব্যাপারে কোনো তথ্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে বিশেষ ব্যক্তিবর্গের জন্যে গোল্ডেন টিকিট নামে বিশেষ এক ধরনের টিকিটের আয়োজন করা হয়েছে বলে জানা যায়। এই টিকিটধারী ব্যক্তিরা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগের পাশাপাশি বিসিসিআই কর্তৃক নানা ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। এপর্যন্ত জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত, অমিতাভ বচ্চন এবং শচীন টেন্ডুলকারকে এই গোল্ডেন টিকিট দেওয়া হয়েছে বলে জানা যায়। কিন্তু ফাইনাল ম্যাচে বা সমাপনী অনুষ্ঠানে নেইমার কিংবা কোনো বিশেষ ব্যক্তির উপস্থিতি এবং সেদিন কী কী আয়োজন থাকছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি বিসিসিআই। 

অন্যদিকে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে The Times of India এর ওয়েবসাইটে  ‘Brazilian superstar Neymar could play in India’ শীর্ষক শিরোনামে গত ২৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: The Times of India

প্রতিবেদনটি থেকে জানা যায়, আগামী ৬ নভেম্বর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভারতের ফ্র্যাঞ্চাইজি দল মুম্বাই সিটি ‘র মুখোমুখি হতে যাচ্ছে নেইমারের দল আল হিলাল। কিন্তু উক্ত ম্যাচে মাঠে নামার জন্যে নেইমার ভারতে আসছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মূলত, কোনো তথ্যসূত্র ও সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা ছাড়াই কিছু ফেসবুক পেজ ও আইডির মাধ্যমে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সরাসরি উপস্থিত থাকার দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জাতীয় ও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, আইসিসি ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল ম্যাচে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের সরাসরি উপস্থিত থাকার দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img