সম্প্রতি ঢাকা ও চট্রগ্রামের মধ্যে চলাচলকারী ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনার শিকার হয়ে লাইনচ্যুত হয়েছে শীর্ষক দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামের পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার এই ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয় এবং সম্প্রতি ট্রেনটি দুর্ঘটনার শিকারও হয়নি বরং ২০২৩ সালের পুরোনো ঘটনার ছবি ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ১৬ এপ্রিল একই ছবিগুলো পোস্ট করতে দেখা যায়।

এসব পোস্ট থেকে জানা যায়, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার হাসানপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এগুলো উক্ত ঘটনারই ছবি।
জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে একইদিনে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনায় পড়েছে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। ১৬ এপ্রিল সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়ে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৭টি কোচ লাইনচ্যুত হয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয় বলে জানানো হয় এই প্রতিবেদনে।
অর্থাৎ, ঘটনাটি ২০২৩ সালের। তাছাড়া, সম্প্রতি সোনার বাংলা এক্সপ্রেসে দুর্ঘটনার কোনো খবর পাওয়া যায়নি।
সুতরাং, সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার ২০২৩ সালের ছবিকে সাম্প্রতিক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Syed Ali Hasan: Facebook Post
- The Daily Star: কুমিল্লায় কনটেইনারবাহী ট্রেনে সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কা, ৭ কোচ লাইনচ্যুত