সম্প্রতি “ইসরাইল হলো হিংস্র কুমিরের থেকে খারাপ ~ ব্রিটেন কিংবদন্তী ডেভিড অ্যাটেনবরো” শীর্ষক একটি উক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
বিষয়টি যাচাইয়ের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ হটলাইনে ফ্যাক্টচেক অনুরোধ এসেছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ব্রিটেনের কিংবদন্তি ব্রডকাস্টার এবং প্রকৃতিবিদ স্যার ডেভিড অ্যাটেনবরো’র নামে প্রচারিত উক্তিটি ভুয়া এবং উক্তিটি ২০১৪ সাল থেকে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার হয়ে আসছে।
মূলত ২০১৪ সালের ২১ জুলাই ইরানি গণমাধ্যম প্রেস টিভির অনলাইন সংস্করণে “Israel drops white phosphorus bombs on Gazans” শিরোনামের একটি প্রতিবেদনে স্যার ডেভিড অ্যাটেনবরো’র নামে একটি ভুয়া আইডি থেকে “I am not aware of any animal that is so cruel as the Israelis — not even crocodiles” শীর্ষক একটি মন্তব্য করা হয়
পরবর্তীতে বিভিন্ন সময়ে মন্তব্যটি ডেভিড অ্যাটেনবরো’র নামে অনলাইনে ছড়াতে থাকলে একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বিষয়টিকে ভুয়া হিসেবে চিহ্নিত করে, দেখুন এখানে এবং এখানে।
উল্লেখ্য, ২০১৪ সালের অক্টোবর মাসে সৌদি-আরব ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এবং বাংলাদেশী সংবাদমাধ্যম দ্যা ডেইলি স্টারেও ভুলবশত এই ভুয়া উক্তিটি কেন্দ্র করে প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো।
অর্থাৎ, অ্যাটেনবরো’র নামে ২০১৪ সালের একটি ভুয়া মন্তব্য বর্তমানে পুনরায় সামাজিক মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ইসরাইল ইস্যুতে ডেভিড অ্যাটেনবরো’র নামে প্রচারিত উক্তিটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ইসরাইল হলো হিংস্র কুমিরের থেকে খারাপ ~ ব্রিটেন কিংবদন্তী অ্যাটেনবরো
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]