দ্য সিম্পসন্‌স কার্টুনে ড. মুহাম্মদ ইউনূসের সরকার প্রধান হবার ভবিষ্যদ্বাণী করা হয়নি

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি, ড. মুহাম্মদ ইউনূসের সরকার প্রধান হওয়ার তথ্যটি বহু আগেই মার্কিন সিটকম এনিমেশন কার্টুন দ্য সিম্পসন্‌স ভবিষ্যদ্বাণী করেছিল দাবিতে কার্টুনটির একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দ্য সিম্পসন্‌স-এ ড. ইউনূসের সরকার প্রধান হওয়ার ভবিষ্যদ্বাণী করার দাবিটি সঠিক নয় বরং, ২০১০ সালে প্রচারিত দ্য সিম্পসন্‌স-এর একটি পর্বে  ড. ইউনূসকে দেখানো হলেও সেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে কোনো তথ্য উল্লেখ ছিল না। 

এ বিষয়ে অনুসন্ধানে Felipe Leonardo Tibocha Cala নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১০ সালের ৫ অক্টোবর Prof. Yunus in The Simpsons. শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওতে দেখানো দ্য সিম্পসন্‌স-এর ফুটেজের সাথে উক্ত ভিডিওর মিল রয়েছে। এটিতে দেখা যায়, দ্য সিম্পসন্‌স-এর অন্যতম জনপ্রিয় চরিত্র লিসা তার দাদার কাছ থেকে পাওয়া টাকা মানুষকে সাহায্যের মাধ্যমে দাদাকে সম্মানিত করার জন্য ইন্টারনেটে একটি ভালো দাতব্য সংস্থার সন্ধান করতে থাকে। এমন সময় সে Metamorphosis Microfinance নামের একটি ওয়েবসাইটের সন্ধান পায়। যেখানে তিনি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের একটি বক্তব্য খুজে পান। উক্ত ভিডিওটি থেকে পরবর্তীতে সে নেলশন নামের একজন তরুণ উদ্যোক্তার সন্ধান পান। যাকে তিনি ঋণ প্রদান করেন। ভিডিওটির কোথাও ড. ইউনূসের ভবিষ্যতে বাংলাদেশের সরকার প্রধান হওয়ার ইঙ্গিত পাওয়া যায়নি। মূলত এখানে তাকে একজন সফল মাইক্রোফাইন্যান্স উদ্যোক্তা এবং নোবেল বিজয়ী হিসেবেই উপস্থাপন করা নয়।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে simpsons.fandom.com নামের একটি ওয়েবসাইটে ড. মুহাম্মদ ইউনূসকে দেখানো দ্য সিম্পসন্‌স-এর আলোচিত ওই এপিসোড সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটি থেকে জানা যায়, আলোচিত ভিডিওটি দ্য সিম্পসন্‌স-এর ২২তম সিজনের দ্বিতীয় পর্ব Loan-a Lisa এর একটি অংশ। পর্বটি ২০১০ সালের ৩ অক্টোবর প্রচার করা হয়। এছাড়াও ওয়েবসাইটিতে পর্বটি সম্পর্কিত বিস্তারিত তুলে ধরা হয়েছে। সেখান থেকে জানা যায়, পর্বটিতে মূলত লিসা এবং সিম্পসন্‌স পরিবারের বাকি সদস্যরা তার দাদার সাথে দেখা করতে গেলে তিনি সবাইকে উত্তরাধিকার হিসেবে পাওয়া সম্পদ বিবেচনায় সবাইকে ৫০ ডলার করে দেন। টাকাটি বিভিন্নজন নানাভাবে খরচ করলেও লিসা দাদাকে সম্মানিত করার জন্যে টাকাটি একটি দাতব্য সংস্থাকে দরিদ্র মানুষদের সহায়তা ব্যয় করার জন্য দিতে চায়। এ সময় পূর্বের ভিডিওর অংশটুকু দেখানো হয়। যার সাথে ড. মুহাম্মদ ইউনূসের সরকার প্রধান হওয়ার ভবিষ্যদ্বাণীর কোনো সম্পর্ক নেই।

এছাড়াও, ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ওয়েবসাইটে দ্য সিম্পসন্‌স-এ ড. মুহাম্মদ ইউনূসকে দেখানোর বিষয়ে ২০১০ সালের ২৭ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত পর্বটির জন্যে ড. মুহাম্মদ ইউনূসের ভয়েস সংগ্রহের জন্যে লিসা চরিত্রে ভয়েস দেওয়া আর্টিস্ট ইয়ার্ডলি স্মিথ ঢাকাতে এক সপ্তাহ অবস্থান করেছেন। এস ময় তিনি গ্রামীণ ব্যাংক সম্পর্কেও পড়াশোনা করেন।

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসের বাংলাদেশের সরকার প্রধান হওয়ার বিষয়ে দ্য সিম্পসন্‌স-এর ভবিষ্যদ্বাণীর আলোচিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img