জুলাই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি চালাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে ৬৪ জেলা সফরে রয়েছেন দলটির শীর্ষ নেতারা। আজ বুধবার গোপালগঞ্জে পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে এনসিপির শীর্ষ নেতাদের। এই প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে গোপালগঞ্জে বিশাল জনসমাগম ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দিতে দেখা যায়। দাবি করা হচ্ছে, ভিডিওটি আজ সকালেই গোপালগঞ্জে ধারণ করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছড়িয়ে পড়া ভিডিওটি আজ বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে শেখ হাসিনার পক্ষে স্লোগানের ভিডিও নয়। বরং, এটি গত বছরের আগস্টে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে অনুষ্ঠিত একটি বিক্ষোভের দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Iktar Khan’ নামের একটি টিকটক প্রোফাইলে গত বছরের ৮ আগস্ট একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, এটি শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে টুঙ্গিপাড়ায় সমাবেশের দৃশ্য।

এছাড়া, ‘Md Sahajan Islam’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টেও ওই দিনের একই সমাবেশের ভিন্ন কোণ থেকে ধারণকৃত ভিডিও পাওয়া যায়।
একই সঙ্গে, প্রথম আলোর ইউটিউব চ্যানেলে সেদিন প্রকাশিত টুঙ্গিপাড়ার বিক্ষোভের ভিডিওর সঙ্গেও আলোচিত ভিডিওটির দৃশ্যগত মিল দেখা যায়।
২০২৪ সালের ৮ আগস্ট বিডিনিউজ২৪-এ প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে টুঙ্গিপাড়ায় হাজারো মানুষ রাজপথে নামে। সকাল ১০টা থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা মানুষ আধুনিক পৌর সুপার মার্কেটের সামনে জড়ো হন, সেখান থেকে বেলা ১১টায় একটি বিশাল মিছিল বের হয়, যা উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, আলোচিত ভিডিওটি আজকের না হলেও এনসিপির পদযাত্রাকে ঘিরে আজ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। (১,২) যেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের শেখ হাসিনার পক্ষে নানা স্লোগান দিতে দেখা গেছে।
সুতরাং, গত বছরের আগস্টে ধারণ করা একটি ভিডিওকে এনসিপির আজকের গোপালগঞ্জ পদযাত্রার প্রেক্ষাপটে শেখ হাসিনার পক্ষে স্লোগানের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Iktar Khan: TikTok Video
- Md Sahajan Islam: Facebook Video
- Prothom Alo: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের বিক্ষোভ | Sheikh Hasina | Gopalganj News
- Bdnews24: শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে টুঙ্গিপাড়ায় হাজারো জনতার মিছিল