ভারতে শেখ হাসিনার গাড়ি বহর দাবিতে ভুয়া ভিডিও প্রচার 

সম্প্রতি ‘ব্রেকিং নিউজ বাংলাদেশের জাতীয় পতাকা বহনকারী গাড়িতে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লির পাটনায় আনা হলো। ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাটনায় আনা হলো’ ক্যাপশনে ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের জাতীয় পতাকাবাহী গাড়িতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের নিরাপত্তায় ভারতের পাটনায় নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০১৯ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নেপালে রাষ্ট্রীয় সফরের ভিডিওকে ভারতে শেখ হাসিনাকে বহনকারী গাড়ি বহর দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে নেপালের গণমাধ্যম Reporters Nepal এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ১২ নভেম্বর ‘President of Bangladesh in Nepal || Grand welcome to Bangladesh President Abdul Hamid’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। 

Comparison: Rumor Scanner. 

উক্ত ভিডিওতে দেখা যায়, নেপালে বিমান অবতরণ ও গাড়ি বহর পৌঁছানোর পর বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার পত্নী রাশিদা খানমকে নেপালের তৎকালীন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভণ্ডারী অভ্যর্থনা জানান। 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০১:৫০ থেকে ০৩:১৬ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। 

পরবর্তীতে, আন্তর্জাতিক সংবাদপত্র এপি এর ভিডিও আর্কাইভ বিষয়ক ইউটিউব চ্যানেল AP Archive এ ২০১৯ সালের ১৭ নভেম্বর ‘Bangladeshi president arrives in Nepal’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতেও একই ধরণের দৃশ্য খুঁজে পাওয়া যায়।

গণমাধ্যম সূত্রে, নেপালের তৎকালীন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভণ্ডারীর আমন্ত্রণে ২০১৯ সালের ১২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নেপাল ভ্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। 

ভারতে আশ্রয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোনো স্থানে বাংলাদেশের পতাকাবাহী গাড়ি বহরে ভ্রমণ করলে তা গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশিত হওয়ার কথা। তবে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি৷ 

উল্লেখ্য, আলোচিত দাবিতে শেখ হাসিনাকে ভারতের দিল্লির পাটনা নামক স্থানে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তবে, দিল্লিতে পাটনা নামক কোনো স্থান নেই। পাটনা ভারতের বিহার রাজ্যের একটি শহরের নাম। 

সুতরাং, বাংলাদেশের পতাকাবাহী গাড়িতে শেখ হাসিনাকে ভারতের পাটনায় নিয়ে যাওয়ার দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img