সম্প্রতি, ‘জাতিসংঘের নির্দেশে হঠাৎ করে এসেই দেশের শাসনভার গ্রহণ করলেন আমাদের আপা’ সহ ভিন্ন ভিন্ন শিরোনামে একটি ছবি ও ছবি সম্বলিত দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
প্রচারিত ছবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি নথিতে স্বাক্ষর করতে দেখা যাচ্ছে এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) ও এখানে (আর্কাইভ)।
এক্সে (সাবেক টুইটার) এমন একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার পাশে ড. মুহাম্মদ ইউনূসের দাঁড়িয়ে থাকার ছবিটি আসল নয় বরং ভিন্ন ভিন্ন ঘটনায় ধারণকৃত দুইটি আলাদা ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে সময় টিভি’র ওয়েবসাইটে ২০২৪ সালের ২২ জুন ‘পরিদর্শন বইয়ে শেখ হাসিনার স্বাক্ষর প্রত্যক্ষ করলেন নরেন্দ্র মোদি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
সময় টিভি’র ওয়েবসাইটে প্রাপ্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির একটি অংশের হুবহু মিল পাওয়া গেছে। উক্ত ছবিতে শেখ হাসিনার সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের পরিবর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখতে পাওয়া যায়।

ছবির সংবাদে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২২ জুন (শনিবার) ভারতের হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ বৈঠকের পর যৌথ বিফ্রিংয়ে হাজির হয়েছিলেন দুই দেশের দুই প্রধানমন্ত্রী। এর আগে হায়দরাবাদ হাউসের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা। সেসময়ে শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে সেটি প্রত্যক্ষ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অর্থাৎ, শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদির এই ছবি থেকে নরেন্দ্র মোদির দেহের অংশের স্থলে ড. ইউনূসের ভিন্ন একটি ছবির অংশ বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এছাড়া, শেখ হাসিনার পাশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দাঁড়িয়ে থাকার ছবির বিষয়ে অনুসন্ধানে গত ১৪ মার্চে ‘Chief Adviser GOB’ এর ফেসবুক পেজে ‘UN Secretary General Antonio Guterres signs visitors’ book after he calls on Chief Adviser Professor Muhammad Yunus at Chief Adviser’s Office in Tejgaon, Dhaka on Friday’ শিরোনামে প্রকাশিত পোস্টে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির ড. ইউনূসের অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির ড ইউনূসের অংশের মিল রয়েছে।

উক্ত পোস্ট থেকে জানা যায়, চলতি বছরের ১৪ মার্চে রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী সময়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসে।

অর্থাৎ, শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদির ছবিতে মোদিকে মুছে দিয়ে আলোচিত ছবিতে ড. ইউনূসের এই দৃশ্যটি প্রতিস্থাপন করা হয়েছে।
সুতরাং, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দাঁড়িয়ে থাকার এই ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Somoy TV: পরিদর্শন বইয়ে শেখ হাসিনার সাক্ষর প্রত্যক্ষ করলেন নরেন্দ্র মোদি
- Chief Adviser GOB: Facebook Post
- Rumor Scanner’s analysis