সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একাধিক সেলিব্রেটির ছবি, ভিডিও এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি অডিও ব্যবহার করে জুয়া ও ক্যাসিনোর বিজ্ঞাপন ফেসবুকে প্রচার করার প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার। এরই ধারাবাহিকতায় অতি সম্প্রতি ফেসবুকে Fast Fortune নামে একটি পেজ থেকে Banger Casino নামে একটি অ্যাপের প্রচারণা নজরে এসেছে আমাদের। উক্ত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
বাংলাদেশের মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম সময় টেলিভিশনের লোগো যুক্ত করে প্রচারিত এই ভিডিওতে একজন উপস্থাপিকাকে সংবাদ পাঠ করতে দেখা যায়। সময়ের লোগোর পাশে স্ক্রলে লেখা রয়েছে, “প্রখ্যাত বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন শাহীব আল হাসান তার অ্যাপটি উন্মুক্ত করেছেন।” সংবাদ পাঠিকাকে এ সংক্রান্ত তথ্যই দিতে দেখা যায়। তিনি যখন সংবাদ পাঠ করছিলেন তখন তার পাশে একটি স্ক্রিনে ফেসবুকের একটি নিউজফিড স্ক্রল করা হচ্ছিল। এতে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের ফেসবুক পেজের পোস্ট এবং সাকিবের একটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। এই সব ফুটেজে অ্যাপটির প্রচারণা চালাতে দেখা গেছে এই ব্যক্তিদের।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাকিব, মুশফিক ও তামিম Banger Casino নামে কোনো অ্যাপের প্রচারণায় অংশ নেননি বরং তাদের পুরোনো ও ভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের ফুটেজ, এআই দিয়ে তৈরি অডিও, সময় টিভির লোগো এবং ভারতের একটি সংবাদমাধ্যমের সংবাদ পাঠিকার ভিন্ন সংবাদের ভিডিও ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওতে থাকা সংবাদ পাঠিকার ফুটেজের কিছু অংশ রিভার্স ইমেজ সার্চ করে ভারতের সংবাদমাধ্যম জি নিউজের একটি সংবাদের সংবাদ পাঠিকার ফুটেজের সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
গত ০৬ মার্চের এই সংবাদে অবশ্য উক্ত পাঠিকাকে আলোচিত ক্যাসিনো বা বাংলাদেশের কোনো ক্রিকেটারের বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। অন্যদিকে, ভিডিওটির স্ক্রলে সময় টিভির লোগো ব্যবহার করা হলেও সময়ের কোনো প্লাটফর্মেই এ সংক্রান্ত কোনো তথ্য মেলেনি।
ভিডিওর ৬ষ্ঠ সেকেন্ডে সাকিবের, ১৬ তম সেকেন্ডে তামিমের, ৩০ তম সেকেন্ডে মুশফিকের একটি পোস্টে দেখানো হয়, যাতে অ্যাপটির প্রচারণার বিষয়টি উঠে এসেছে। তবে এমন কোনো পোস্ট সাকিবের ফেসবুক পেজে প্রকাশিত হয়নি। তাছাড়া, তামিমের ২০২৩ সালের ট্যাপ ট্যাপ সেন্ড এর একটি বিজ্ঞাপনের ভিডিওর ফুটেজ এবং মুশফিকের ২০২১ সালের আইডিএলসি এর একটি বিজ্ঞাপনের ভিডিওর ফুটেজ ব্যবহার করে তাদের নামে ভুয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট বানানো হয়েছে৷
এছাড়া, ৩৭তম সেকেন্ডে যে সাকিবের ভিডিওটি দেখানো হয়েছে তা খুঁজে পাওয়া যায় ২০২৩ সালে পুমার সাথে সাকিবের একটি বিজ্ঞাপনের ভিডিওতে। এই ভিডিওতে পুমার বিষয়ে সাকিবকে প্রচারণা চালাতে দেখা গেলেও আলোচিত দাবির বিষয়ে তাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
মূলত, সম্প্রতি ফেসবুকে Fast Fortune নামে একটি পেজ থেকে Banger Casino নামে একটি অ্যাপের প্রচারণায় বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম অংশ নিয়েছেন শীর্ষক দাবি সম্বলিত একটি ভিডিও প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভারতের একটি সংবাদমাধ্যমের সংবাদ পাঠিকার ভিডিও, ক্রিকেটারদের পুরোনো ও ভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের ফুটেজ এবং এআই দিয়ে তৈরি অডিও ও সময় টিভির লোগো ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।
সুতরাং, সাকিব, মুশফিক ও তামিমের ভিডিও ব্যবহার করে সময় টিভি’র লোগো সম্বলিত একটি ক্যাসিনোর বিজ্ঞাপনে ক্রিকেটাররা অংশ নিয়েছেন শীর্ষক একটি দাবি ফেসবুকে প্রচার করা হচ্ছে যা মিথ্যা এবং উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Zee News: Baat Pate Ki: Big Action in UP Police Paper Leak Case
- Shakib Al Hasan: Puma
- Tamim Iqbal: Tap Tap Send
- Mushfiqur Rahim: IDLC