বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরবর্তী সময়ে জাতীয় সঙ্গীত পরিবর্তন দাবির পক্ষে-বিপক্ষে সামাজিক মাধ্যমে নানান আলোচনা-সমালোচনা দেখা গেছে। জাতীয় সঙ্গীত পরিবর্তন না করায় চিত্রনায়ক শাকিব খানকে জড়িয়ে ‘আসিফ নাহিদের পদত্যাগ চেয়ে রাজপথে নেমেছে সুপারস্টার শাকিব খান’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিত্রনায়ক শাকিব খান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ-নাহিদের পদত্যাগ চেয়ে রাজপথে নেমেছেন দাবিতে প্রচারিত বিষয়টি সত্য নয় বরং, পুরোনো ভিন্ন প্রেক্ষিতে শাকিব খানের দেওয়া বক্তব্যের সাথে চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে এবং উপস্থাপক নিজের মনগড়া কথা জুড়ে দিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে শুরুতেই সাংবাদিকদের সামনে শাকিব খান কথা বলছেন এমন একটি ভিডিও ক্লিপ দেখতে পাওয়া যায়। যেখানে শাকিব খানকে বলতে শোনা যায়, “এখন আর সময় নেই, এখন আসলে যে যেমন, যেমন কুকুর তেমনি মুগুর দেওয়া উচিত” উক্ত ফুটেজটি প্রচারের পরই ভিডিওতে ভিডিওর উপস্থাপককে দাবি করতে শোনা যায়, “যেমন কুকুর তার তেমন মুগুর যে যেরকম দায়িত্বের অপব্যবহার করবে সে সরকমই সম্মান প্রাপ্ত, আমার মতে আসিফ এবং নাহিদ উপদেষ্টার প্রাপ্য নয় কেননা তার সাধারণ জনগণ যেটা চাচ্ছে সেরকমটা করতে পারছেনা, সমাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানান বাংলার সুপারস্টার শাকিব খান।” এছাড়াও জাতীয় সঙ্গীত ইস্যুতে উপস্থাপককে বলতে দেখা যায়, কিছু ব্যতিক্রম মানুষের কথা শুনে জাতীয় সঙ্গীত বদলানোর চেষ্টা করায় উপদেষ্টা আসিফ-নাহিদকে উপদেষ্টা হওয়ার যোগ্য নয় বললেন শাকিব খান।
দাবির সত্যতা যাচাইয়ে এই বিষয়ে অনুসন্ধানে মূলধারার কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে, ‘Ekattor TV’ এর ইউটিউব চ্যনেলে ২০২৩ সালের ১৯ মার্চ ‘যেমন কুকুর তেমন মুগুর দেওয়া উচিত : শাকিব খান | Shakib Khan | Ekattor TV’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর স্থান এবং শাকিব খানের কথার সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ভিডিওটিতে ব্যক্তিগত জীবন ঘিরে সমস্যাকে সামনে এনে একটি কুচক্রী মহল আমাকে থামাতে চেয়েছিল উল্লেখ করে শাকিব খান বলতে দেখা যায়, বুবলীর সঙ্গে আমার ইস্যুটা সামলে এনে সেই খারাপ মহল ভেবেছিল শাকিব অধ্যায় এখানে শেষ। তা হয়নি, সেই সুযোগ নিয়ে তারা আবার এই প্রতারককে সামনে আনা হয়েছে আবার একটা নাটক সাজিয়েছে। ভিডিওতে শাকিব খান আওর বলেন, বোবা থাকার এখন আর সময় নেই। এখন আসলে যে যেমন, যেমন কুকুর তেমনই মুগুর দেওয়া উচিত।
এই বিষয়ে ‘Jamuna TV’ এর ইউটিউব চ্যানেল একই তারিখে প্রকাশিত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করা রহমত উল্লার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা শেষে গণমাধ্যমের কাছে বলেন, রহমত উল্লাহ অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজকই নন; উলটো তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।
অর্থাৎ, শাকিব খানের এই ভিডিওর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
সুতরাং, চিত্রনায়ক শাকিব খান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ-নাহিদের পদত্যাগ চেয়ে রাজপথে নেমেছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Ekattor TV: যেমন কুকুর তেমন মুগুর দেওয়া উচিত : শাকিব খান | Shakib Khan | Ekattor TV
- Jamuna TV: রহমত উল্ল্যাহর বিরুদ্ধে ডিবি অফিস কী অভিযোগ করলেন শাকিব? | Shakib Khan | DB | Jamuna TV
- চ্যানেল আই অনলাইন: এখন বোবা থাকার আর সময় নেই: শাকিব
- Rumor Scanner’s Own Analysis