সম্প্রতি, ‘আপন বোনকে বিয়ে করলো নিজের আপন মায়ের পেটের ভাই’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হচ্ছে।
ফেসবুক প্রচারিত এমন ভিডিও দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আপন ভাই-বোনের মধ্যকার বিয়ে দাবিতে প্রচারিত এই ভিডিওটি বাস্তব নয় বরং উক্ত ভিডিওটি একটি নাটিকার শ্যুটিংয়ের অংশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘AAA Tv Bangla’ নামক একটি ফেসবুক পেজে গত ১৯ সেপ্টেম্বরে প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত লাইভ ভিডিওটিতে আপন ভাই-বোনের মধ্যকার বিয়ে দাবিতে প্রচারিত ভিডিওতে ভাই হিসেবে থাকা লোকটির একটি সাক্ষাৎকার পাওয়া যায়। সাক্ষাৎকার থেকে জানা যায়, এই ব্যক্তির নাম শফিক শাহ।
ভিডিওতে শফিক শাহকে নিজের আপন বোনকে বিয়ের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এটা আমার আপন বোন না। আমরা দুইজন বিভিন্ন সময়ে নাটিকায় অভিনয় করে থাকি। আসলে ভিডিওটি একটি নাটিকার রিহার্সাল চলাকালীন ধারণ করা। ভিডিওতে বোনের ভূমিকায় থাকা নারীটি একজন অভিনেত্রী। সে আমার বোন না, আমিও ওর ভাই না। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো থেকে ভিডিওটি ইতোমধ্যে ডিলিট করে দেওয়া হয়েছে। তবে যারা এই ভিডিওটি ডাউনলোড করে রেখেছিল তারা সেগুলো প্রচার করছে। আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওগুলো ডিলিট করে দিন।
এছাড়া অনুসন্ধানে ‘Real life story’ ফেসবুক পেজে ২০ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি থেকে জানা যায়, তারাই সর্বপ্রথম উক্ত দাবিতে প্রচারিত নাটিকাটি তৈরি করেছিলেন। তারা ভিডিওটি অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর থেকে দেখে বানিয়েছিলেন। ভিডিওতে দেখানো নারী ও পুরুষ একে অপরের সম্পর্কে আপন ভাই বোন হন না। তারা মূলত কাল্পনিক চরিত্র। এছাড়া তারা এই ভিডিওটি বানানোর জন্য দর্শকের কাছ থেকে ক্ষমা চান।
পরবর্তীতে ‘Real life story 7’ নামক ফেসবুক পেজে বিভিন্ন সময়ে শফিক শাহ এর অভিনীত বেশ কিছু নাটিকার ভিডিও খুঁজে পাওয়া যায়।
শফিক শাহর অভিনিত এমন কিছু নাটিকা দেখুন,
- চট্টগ্রাম রাউজানে দুপুরে ভাত খাবার সময় যা হ*লো অতঃপর।
- দিনের বেলা এই ঘটনাটি আশা করিনি
- দৌলোদিয়া পল্লী থেকে বিয়ে করে নিয়ে আসলো ঢাকার বাড়িওয়ালা।
এছাড়া ‘Real life story 7’ নামক ফেসবুক পেজের ইন্ট্রো থেকে জানা যায়, এটি একটি বিনোদনধর্মী পেজ। এই পেজ থেকে ফানি ভিডিও প্রচার করা হয়।
মূলত, সম্প্রতি ‘Real life story 7’ নামক একটি বিনোদনধর্মী ফেসবুক পেজ থেকে ‘নিজের আপন বোনকে বিয়ে করেছে আপন ভাই’ শীর্ষক একটি নাটিকা ফেসবুকে প্রচার করা হয়। কিন্তু নেটিজেনদের সমালোচনার মুখে ভিডিওটি ঐ পেজ থেকে ডিলিট করে দেওয়া হয়। তাছাড়া, নাটিকাতে ভাই চরিত্রে অভিনয় করা শফিক শাহ উক্ত ভিডিওর বিষয়ে দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে, উক্ত ভিডিওটি ডাউনলোড করে অনেক ফেসবুক পেজ থেকে ‘আপন বোনকে বিয়ে করলো নিজের আপন মায়ের পেটের ভাই’ শীর্ষক দাবিতে ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়ে। যার ফলে আলোচিত ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, পূর্বে আপন ভাই-বোনের বিয়ের দৃশ্য দাবিতে বানোয়াট ভিডিও প্রচার করলে বিষয়টি শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, আপন ভাই-বোনের মধ্যকার বিয়ের কাল্পনিক ঘটনা নিয়ে তৈরি নাটিকাকে বাস্তব ঘটনা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- AAA Tv Bangla – Facebook Live
- Real life story – Facebook Video