সম্প্রতি “সকলে সাবধান থাকবেন প্রতিনিয়ত আমাদের সমাজে এরকম ঘটনা ঘটতে থাকে #fbyシvideo #bmw #facebookviral #foryouシ #viralvideochallenge @highlight” শীর্ষক দাবিতে এক বাসা থেকে শিশু চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছদ্মবেশে শিশু চুরির দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য কোনো ঘটনার নয় বরং, স্ক্রিপ্টেড বা অভিনীত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘গৃহিনীর রান্নাঘর’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ভিডিও ও ক্যাপশনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও ও ক্যাপশনের হুবহু মিল রয়েছে৷
উক্ত ভিডিওর মন্তব্য ঘর পর্যবেক্ষণ করে ‘Popy Karmaker’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন ধন্যবাদ আপনাকে’ শীর্ষক মন্তব্য খুঁজে পাওয়া যায়। যার প্রতিউত্তরে ‘গৃহিনীর রান্নাঘর’ অ্যাকাউন্ট থেকে ‘Popy Karmaker আপনারা সাপোর্ট করলে এরকম আরো কিছু ভিডিও আমরা করতে পারি।’ লিখতে দেখা যায়। এছাড়া এমন আরো কিছু মন্তব্য দেখতে পাওয়া যায়

অর্থাৎ, ভিডিওটি মন্তব্য ঘর পর্যবেক্ষণ করে ভিডিওটি স্ক্রিপ্টেড বলে প্রতীয়মান হয়।
উক্ত ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটি থেকে নিয়মিত বিনোদনমূলক কনটেন্ট (১, ২) প্রচার করা হয়।
সুতরাং, স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে সত্য দাবিতে ছদ্মবেশে শিশু চুরির ভিডিও বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- গৃহিনীর রান্নাঘর: Facebook Account
- Rumor Scanner’s Own Analysis



 
                                    


