গত ০৬ জানুয়ারি কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো।
এরই প্রেক্ষিতে, জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণায় কানাডিয়ান জনগণের উচ্ছ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডিয়ান জনগণের উচ্ছ্বাসের দাবিতে প্রচারিত ভিডিওটি আসল ভিডিও নয় বরং, ২০১৬ সাথে ইউরো কাপে ওয়েসলের বিপক্ষে ইংল্যান্ডের জয়লাভের ঘটনায় ভক্তদের উচ্ছ্বাসের দৃশ্যের ভিডিওকে এডিট করে সেখানে জাস্টিন ট্রুডোর সম্প্রতি পদত্যাগের ঘোষণা ভিডিও যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে ‘Heart News West Country’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ২০১৬ সালের ১৭ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা ফ্রেম, উপস্থিত জনতা এবং জনতার উচ্ছ্বাসের দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ২০১৬ সালে ইউরো কাপে ওয়েলসের বিপক্ষে ইংল্যান্ডের জয়লাভের পর ব্রিস্টলের অ্যাশটন গেট স্টেডিয়ামে ভক্তদের উচ্ছ্বাসের দৃশ্য এটি।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, ২০১৬ সালের ১৬ জুনে ফান্সের স্টেড বোলার্ট-ডেলিলিস স্টেডিয়ামে ওয়েলস বনাম ইংল্যান্ডের মধ্যকার একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ওয়েলসের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে ইংল্যান্ড জয়লাভ করে।
অর্থাৎ, ২০১৬ সালে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ইংল্যান্ড বনাম ওয়েলস ফুটবল ম্যাচে ইংল্যান্ড ২-১ গোলে জয়লাভ করে। জয়লাভের পর সেইসময়কার ইংল্যান্ডের দর্শনকদের উচ্ছ্বাসের একটি ভিডিওকে এডিট করে স্ক্রিনে সাম্প্রতিক সময়ের জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার ভিডিও যুক্ত করে প্রচার করা হচ্ছে।
সুতরাং, জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণায় কানাডিয়ান জনগণের উচ্ছ্বাসের দৃশ্য দাবিতে প্রচারিত এই ভিডিওটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Heart News West Country- Video
- UEFA- Match Result
- CNN- Canada’s PM Justin Trudeau announces resignation
- Rumor Scanner’s Own Analysis