সম্প্রতি, “যাদের নগদ আছে তারা সবাই পাচ্ছে ৫০০০ টাকা বোনাস একদম ফ্রি!” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়াও, দাবি করা হয়েছে একটি ফর্ম পূরণ করেই উক্ত টাকা নিজের অ্যাকাউন্টে নেওয়া যাবে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফর্ম পূরণ করে নগদের পক্ষ থেকে ৫০০০ টাকা বোনাস পাওয়া যাবে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে বোনাসের এই প্রলোভন দেখানো হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টগুলোতে থাকা ওয়েবসাইট লিংকে প্রবেশ করে রিউমর স্ক্যানার টিম। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে উপরে নগদের লোগো এবং “নগদ ৫০০০ টাকা বোনাস অফার!” শীর্ষক একটি লেখা পাওয়া যায়। এরপর অফারের বিস্তারিত অংশে বলা হয়, “আপনি কি নগদ ব্যবহারকারী? আপনার জন্য রয়েছে এক বিশেষ সুযোগ! এখনই ফর্ম পূরণ করে নিশ্চিত করুন ৳৫০০০ বোনাস আপনার একাউন্টে। অফারটি সীমিত সময়ের জন্য এবং শুধুমাত্র যাদের নগদ অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য প্রযোজ্য। দেরি না করে এখনই অংশগ্রহণ করুন!”

আরেকটু নিচে স্ক্রল করলেই টাকা পাওয়ার জন্য একটি ফর্ম পূরণ করে জমা দিতে বলা হয়। ফর্মটিতে নিজের নাম, নগদ নম্বর, ফর্ম পূরণ করার মূহুর্তে নগদ অ্যাকাউন্টে কত টাকা আছে এবং নগদ পিন জানতে চাওয়া হয়। এর নিচে পাবলিক মন্তব্য দাবিতে একাধিক ব্যক্তির মন্তব্য দেখতে পাওয়া যায় যারা টাকা পেয়েছেন বলে স্বীকার করছেন।

রিউমর স্ক্যানার টিমের একজন অনুসন্ধানকারী নিরাপত্তাজনিত কারণে ভুল তথ্য দিয়ে উক্ত ফর্ম পূরণ করে জমা দিলে ওয়েবপেজটি নিচের দিকে সম্প্রসারিত হয়। সম্প্রসারিত লেখায় বলা হয়, “অভিনন্দন! আপনার নগদ নম্বর সফলভাবে যাচাই হয়েছে। আপনি ৫০০০ টাকা বোনাস পাওয়ার জন্য যোগ্য হয়েছেন। বোনাস সংগ্রহ করতে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন: প্রথমে নিচের Click to Dial বাটনে ক্লিক করুন। তারপর আপনার ফোন-এ ১টি USSD কোড আসবে, ওই নম্বরে ডায়াল করুন অথবা কল দিন। ডায়াল সম্পন্ন হলে সাথে সাথে আপনার নগদ অ্যাকাউন্টে ৫০০০ টাকা যোগ হবে।
অথবা আপনি চাইলে নিচে থেকে নম্বর কপি করেও ডায়াল করতে পারেন। *167*2*9856001127865644*7681*5000*6768#” উল্লেখ্য যে, উক্ত নম্বরে উপরে উল্লেখ করা পিন নাম্বারটি এবং নগদ অ্যাকাউন্টে থাকা উল্লিখিত টাকার পরিমাণের চেয়ে ৫ টাকা কম একটি পরিমাণও উল্লেখ থাকতে দেখা যায়।
এছাড়াও, ওয়েবসাইটটিতে কল করতে বলা হলে নিরাপত্তার কথা মাথায় রেখে রিউমর স্ক্যানারের অনুসন্ধানকারী এর পরবর্তী ধাপ সম্পন্ন করেন নি।
পরবর্তী অনুসন্ধানে, উক্ত ফর্ম পূরণ করা সাপেক্ষে নগদ সবাইকে ৫০০০ টাকা বোনাস দেওয়ার কোনো ঘোষণা দিয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করলে নগদের ওয়েবসাইট, নগদের ফেসবুক পেজ বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, ফর্ম পূরণ করা সাপেক্ষে নগদ সবাইকে ৫০০০ টাকা বোনাস দিচ্ছে শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Nagad – Website
- Nagad – Facebook Page
- Rumor Scanner’s analysis