সম্প্রতি, “আমার রাউজানের নাট্টোন বাগিছা এক গরীব রোগীর জন্য আর্তিক সহায়তা খুব প্রয়জন। ৭ বছরের সুসমিতা জান্নাত নামের এই বাচ্ছা কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত। যে যেখান থেকে পারেন এ বাচ্ছাটার চিকিৎসার সাহায্যার্থে এগিয়ে আসুন।” শীর্ষক শিরোনামে এক শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে । আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে কথিত সুসমিতা জান্নাত নামের রোগাক্রান্ত শিশুর ছবি সম্বলিত আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত পোস্টগুলোতে যে বিকাশ নাম্বারটি(01306313164)ব্যবহার করা হচ্ছে সেটি একটি আর্থিক প্রতারক চক্রের নাম্বার। পূর্বে উক্ত নাম্বার সংযুক্ত আর্থিক প্রতারণা বিষয়ক একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ‘Hafej Kawsar Ahmed’ নামের একটি ফেসবুক আইডি হতে ২০২১ সালের ৫ নভেম্বরে “মানবিক সাহায্যের জন্য আবেদন আপনার ২০.৫০.১০০ টাকায় ঔষুধ খেয়ে জীবন বাচবে একটি শিশুর প্রাণ” শীর্ষক শিরোনামে উক্ত ছবি সম্বলিত একটি পোস্ট (আর্কাইভ এখানে) খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে বিভিন্ন সময়ে একই ছবি ব্যবহার করে ভিন্ন ভিন্ন বিকাশ নাম্বার ব্যবহার করে ফেসবুকে আর্থিক সহায়তার আবেদন প্রচার হয়ে আসছে।
তাছাড়া, কথিত সুসমিতা জান্নাত নামের শিশুর জন্য আর্থিক সাহায্যের আবেদন দাবির পোস্টগুলোতে সংযুক্ত ছবিগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে, উক্ত ছবিগুলোতে হাসপাতালের কাগজপত্রে ২০১৭, ২০১৮ এবং ২০২০ সালের কথা উল্লেখ রয়েছে।
মূলত, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ইন্টারনেট থেকে কথিত সুসমিতা জান্নাত নামের এক রোগাক্রান্ত শিশুর ছবি সংগ্রহ করে ভিন্ন ভিন্ন বিকাশ নাম্বার ব্যবহার করে সামাজিক মাধ্যমে আর্থিক সাহায্যের আবেদন প্রচার করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে কথিত সুসমিতা জান্নাত নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ভিন্ন ভিন্ন ফেসবুক পোস্টগুলোতে উল্লিখিত বিকাশ নাম্বারগুলোতে (01306313164, 01835140423) একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে সদস্য এবং ফলোয়ার সংখ্যা বৃদ্ধির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথিত সুসমিতার ছবি সম্বলিত তথ্য ব্যবহার করা হচ্ছে।
ছবিগুলোর প্রকৃত ঘটনা এবং প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত তথ্য ইন্টারনেটে খুঁজে না পাওয়া গেলেও এই বিষয়টি নিশ্চিত যে সাম্প্রতিক সময়ে কথিত সুসমিতা জান্নাতের জন্য আর্থিক সহায়তার আবেদন দাবিতে ব্যবহৃত বিকাশ নাম্বারগুলো আর্থিক প্রতারণা চক্রের।
উল্লেখ্য, পূর্বে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত পোস্টগুলোতে ছবির শিশুটিকে সুসমিতা নাথ দাবি করা হলেও বর্তমানে একই শিশুর ছবিকে সুসমিতা জান্নাত দাবিতে প্রচার করা হচ্ছে।
তবে, বর্তমানে সুসমিতা জান্নাত/নাথ নামে কোনো শিশু রোগাক্রান্ত কিনা কিংবা তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন কিনা তা আলাদা করে যাচাই করে দেখা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
অর্থাৎ, আর্থিক প্রতারণা এবং ফেসবুক গ্রুপ ও পেজের সদস্য সংখ্যা এবং ফলোয়ার সংখ্যা বৃদ্ধির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইন্টারনেট থেকে সংগৃহীত কথিত সুসমিতা জান্নাত নামের রোগাক্রান্ত শিশুর পুরোনো ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ৭ বছরের সুসমিতা জান্নাত নামের এই বাচ্ছা কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]