সম্প্রতি, “ছোট্ট #tahmid, আসসালামু ওয়ালাইকুম শিশুটির চিকিৎসার জন্য 7 থেকে 9 লক্ষ টাকা আরো প্রয়োজন।” শীর্ষক শিরোনামে এক শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আর্থিক সহায়তার নামে ফেসবুকে প্রচারিত ছবিগুলো কোনো বাংলাদেশি শিশুর নয় বরং এগুলো বৈভব তিওয়ারি নামে ১৫ বছর বয়সী এক ভারতীয় মেয়ের ছবি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, “After losing his mother- Vaibhav is at risk of losing his life too. Help!” শীর্ষক শিরোনামে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম ‘Ketto’ এর ওয়েবসাইটে প্রকাশিত মূল ছবিগুলো খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, ‘Ketto’ এর অফিশিয়াল ফেসবুক পেজ ও টুইটার একাউন্টে শিশুটির জন্য ফান্ডরাইজিং নিয়ে চলতি বছরের গত ১৮ জানুয়ারি প্রকাশিত পোস্টে একই ছবিগুলো খুঁজে পাওয়া যায়।
“I lost my wife in an accident in 2020 and now my 15-yo son is on the verge of dying due to kidney disease. I’m a matched donor for his life-saving transplant, but I don’t have the money to pay for it. I’m jobless & I’ve failed as a father.”
Please help: https://t.co/xXGXRTqA2e pic.twitter.com/GCtL7GoG6g
— Ketto (@ketto) January 18, 2022
মূলত, ছবিগুলো ভারতের ১৫ বছর বয়সী মেয়ে বৈভব তিওয়ারির। সে গত ৩ বছর ধরে কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত। বর্তমানে শিশুটি দিল্লির “Aakash Healthcare Super Speciality Hospital” হাসপাতালে চিকিৎসাধীন। ফান্ডরাইজিং ঐ ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা যায় শিশুটির চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ রুপি প্রয়োজন। সর্বশেষ এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত শিশুটির জন্য আর্থিক সহায়তা সংগ্রহ চলমান রয়েছে।
এছাড়া, আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোতে আক্রান্ত শিশুটির বাবা-মায়ের নাম বা ঠিকানার উল্লেখ নেই। অন্যদিকে পোস্টগুলোর শিরোনামের শুরুতে জনৈক তাহমিদ এর জন্য সাহায্যের আবেদনের কথা উল্লেখ থাকলেও ঠিক কিছু লাইন পরেই আবার যথাক্রমে ফাহমিদা ও তাহমিদা নামের শিশুর জন্য আর্থিক সাহায্যের আবেদনের কথা উল্লেখ করা হয়েছে এবং পোস্টটিতে উল্লিখিত ব্যক্তিগত বিকাশ ও নগদ নাম্বারে (01316526050) একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, সামাজিক মাধ্যম ফেসবুকে বিগত কিছুদিন যাবত শুধুমাত্র নাম ও ছবি পরিবর্তন করে প্রায় একই ধরণের শিরোনামে আর্থিক সহায়তার নামে প্রতারণা মূলক তথ্য প্রচার হয়ে আসছে।
প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে এবং তন্মধ্যে তাহমিদ এবং তাহমিদা নাম ব্যবহার করে আর্থিক প্রতারণামূলক পোস্টের ফ্যাক্টচেক প্রতিবেদনও রয়েছে।
সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশু বৈভব তিওয়ারিকে বাংলাদেশের রোগাক্রান্ত শিশু দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ছোট্ট #tahmid, আসসালামু ওয়ালাইকুম শিশুটির চিকিৎসার জন্য 7 থেকে 9 লক্ষ টাকা আরো প্রয়োজন।
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]