অ্যামাজন থেকে বিনামূল্যে ১০ হাজার পণ্য উপহার পাওয়ার ক্যাম্পেইনটি ভুয়া

সম্প্রতি “Amazon Returned Products Giveaway” শীর্ষক শিরোনামে একটি ক্যাম্পেইন লিংক সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রশ্নোত্তরের মাধ্যমে উপহার জিতে নেয়ার ক্যাম্পেইন লিংকটি ভুয়া এবং উক্ত পদ্ধতি ব্যবহারে উপহার জিতে নেয়ার বিষয়টিও ভুয়া।

অনুসন্ধানের মাধ্যমে দেখা যায়, একটি ভুয়া ওয়েবসাইট থেকে অ্যামাজনের নামে প্রশ্নোত্তরের মাধ্যমে বিভিন্ন উপহার জিতে নেওয়া শীর্ষক একটি ক্যাম্পেইন চালানো হচ্ছে।

উক্ত ওয়েবসাইটের লিংকটিতে প্রবেশ করলে দেখা যায় তারা প্রথমে অভিনন্দন জানিয়ে ৪ টি প্রশ্ন সম্বলিত একটি জরিপ ফর্ম পূরণ করতে দিচ্ছে। প্রশ্নোত্তর পর্ব শেষে তারা পুনরায় অভিনন্দন জানিয়ে উত্তরগুলো সংরক্ষিত হয়েছে বলে সম্মতি প্রদান করে এবং একটি গিফট বক্স পাওয়ার সুযোগ রয়েছে বলে জানায়।

পরবর্তী ধাপে পুরস্কার পেতে সঠিক বক্সটি নির্বাচন করতে হবে এবং সুযোগ থাকবে তিনটি। বক্সগুলোতে ক্লিক করার প্রথম ধাপে সফল না হলেও দ্বিতীয় ক্লিকে একটি বক্স খুলে যায়। বক্সটি খুললেই জানা যায়, অভিনন্দন! আপনি একটি আইফোন ১৩ প্রো জিতেছেন। এরপর স্ক্রিনে ২ টি নিয়ম সম্বলিত একটি লেখা ভেসে ওঠে।

নিয়ম দুইটি হলো:

1. You must tell 5 groups or 20 friends about our promotions.

2. Enter your address and complete registration.

অর্থাৎ, এখানে বলা হচ্ছে আইফোন ১৩ প্রো পেতে ৫ টি গ্রুপ অথবা ২০ জন বন্ধুকে এই ক্যাম্পেইনটি সম্পর্কে বলতে হবে৷ পরের ধাপে ঠিকানা বসিয়ে নিবন্ধন সম্পন্ন করতে বলে।

এছাড়া ক্যাম্পেইনটি প্রচার করা “tinyurl5.ru” নামের ওয়েবসাইটি যাচাইয়ে who.is ব্যবহার করে দেখা যায়, ওয়েবসাইটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে না। তবে, এই ওয়েবসাইটের সাথে অ্যামাজনের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, অ্যামাজনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সংক্রান্ত কোনো ক্যাম্পেইনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

মূলত, একটি ভুয়া ওয়েবসাইট থেকে প্রশ্নোত্তরের বিনিময়ে গ্রাহকদের উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্যাম্পেইন লিংকটি ৫ টি গ্রুপ অথবা ২০ জনকে শেয়ার করতে বলা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগেও বাংলাদেশ রেলওয়ে থেকে ৩০ হাজার টাকা, হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সব নেটওয়ার্কের জন্য ৩০ জিবি বিশেষ ফ্রি ইন্টারনেট শীর্ষক দাবিতে একইভাবে ভুয়া ক্যাম্পেইন ছড়িয়ে পড়লে বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

অর্থাৎ, অ্যামাজন সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে উপহার বা আইফোন ১৩ প্রো জিতে নেওয়া শীর্ষক ক্যাম্পেইন লিংকটি সম্পূর্ণ ভুয়া। 

তথ্যসূত্র

What happens to returned products at Amazon?

No. Amazon is not offering free gifts to all; that WhatsApp message is

আরও পড়ুন

spot_img