সম্প্রতি “সৌদির বাদশা সালমান পবিএ কাবা শরিফের বিতরে নামাজ আদায় করলেন সুবহানাল্লাহ” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।
টিকটক প্রচারিত ভিডিওটি দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পবিত্র কাবা শরিফের ভেতরে নামাজ আদায়ের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ৬ বছর পূর্বের।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, পবিত্র কাবা শরিফ ভিত্তিক প্রকাশনা Haramain এর ইউটিউব চ্যানেল ‘HARAMAINGALLERY’ এ ২০১৫ সালের ৩১ মে “Latest: King Salman Washing Kaba 31st May 2015” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার ইংরেজি সংস্করণে বিষয়টি নিয়ে সেসময়ে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়।
মূলত, ২০১৫ সালে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ পবিত্র রমজান মাসের শুরুতে ঐতিহ্যের অংশ হিসাবে মক্কার পবিত্র কাবা শরীফে ভিতরে সালাত আদায়ের পর কাবা শরীফ পরিষ্কার করেন। বর্তমানে সেই ছয় বছর পুরোনো ভিডিওকে সাম্প্রতিক কোনো তারিখ উল্লেখ ছাড়া নতুন করে সামাজিক মাধ্যমে পুনরায় প্রচার করা হচ্ছে।
সুতরাং, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পবিত্র কাবা শরীফের ভিতরে সালাত আদায়ের ছয় বছর পুরোনো ভিডিওকে পূর্বের তারিখ উল্লেখ ছাড়া পুনরায় সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: সৌদির বাদশা সালমান পবিত্র কাবা শরিফের বিতরে নামাজ আদায় করলেন সুবহানাল্লাহ
- Claimed By: TikTok users
- Fact Check: Misleading
[/su_box]