সন্তান বিষয়ে সালমান খানের মন্তব্যটি সাম্প্রতিক সময়ের নয়

সম্প্রতি “সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, আমি সন্তান চাই, কিন্তু কোনো মা চাই না।” শীর্ষক একটি মন্তব্য গণমাধ্যম ও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গণমাধ্যম প্রচারিত এমন কিছু প্রতিবেদন দেখুন যমুনা টিভি, বাংলাভিশন, আমাদের সময় এবং প্রতিদিনের বাংলাদেশ

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আমি সন্তান চাই কিন্তু কোনো মা চাই না শীর্ষক সালমানের মন্তব্যটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০১৯ সালের এক সাক্ষাৎকারে তিনি উক্ত মন্তব্য করেন।

কিওয়ার্ড সার্চ পদ্ধতিতে ভারতীয় সংবাদমাধ্যম ‘Hindustan Times’ এর ওয়েবসাইটে গত ২৭ ডিসেম্বর “When Salman Khan revealed he wanted kids but not ‘the mother’: Maybe I can work out a win-win situation for everyone” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, “২০১৯ সালে মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, ‘আমি সন্তান চাই। কিন্তু সন্তান থাকলে মা-ও তো থাকবে! আমি কোনও মা চাই না। তবে তাদের একজন দরকার। তাই আমি তাদের দেখভাল করতে একটা পুরো গ্রামের দায়িত্ব নিয়েছি। সবার জন্যই ভালো হলো এতে।” 

পরবর্তীতে ভারতীয় আরেক সংবাদমাধ্যম ‘Mumbai Mirror’ এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২২ মে “Salman Khan: Who am I? Even I don’t know myself” শিরোনামে প্রকাশিত আলোচিত সাক্ষাৎকার সম্বলিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনে সালমান খানের আলোচিত মন্তব্যটি খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, সালমান খান আলোচিত মন্তব্যটি সাম্প্রতিক সময়ে করেননি। 

মূলত, ২০১৯ সালে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সালমান খান জানান, “আমি সন্তান চাই কিন্তু কোনো মা চাই না।” তার এই বক্তব্যকে সম্প্রতি গণমাধ্যম ও ফেসবুকে সাম্প্রতিক মন্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে।   

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ৫৭তম জন্মদিন পালন করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। 

প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকে একাধিক নারীর সাথে প্রেমের গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত সালমান খানের বিয়ে করার খবর আসেনি গণমাধ্যমে। 

সুতরাং, ২০১৯ সালে “আমি সন্তান চাই কিন্তু কোনো মা চাই না।” শীর্ষক সালমান খানের মন্তব্যকে গণমাধ্যম ও ফেসবুকে সাম্প্রতিক মন্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img