জামায়াত নেতাদের বিচার প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য দাবিতে যমুনা টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় “জামাত নেতাদের বিচার প্রশ্নবৃদ্ধ হওয়ার পর, রায় কার্যকর করা উচিত হয়নি” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইলেক্ট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন: এখানে (আর্কাইভ)।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সজীব ওয়াজেদ জয় আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে যমুনা টিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সজীব ওয়াজেদ জয়ের ভিন্ন মন্তব্য সম্বলিত যমুনা টিভির প্রচলিত ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম ও লোগো দৃশ্যমান। তবে, এটি প্রকাশের কোনো তারিখ উল্লেখ পাওয়া যায়নি।

পরবর্তীতে যমুনা টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, যমুনার ফেসবুক পেজে গত ২৪ জুলাই ‘ভার্জিনিয়ায় জয়ের দুই বাড়ির সন্ধান জব্দের উদ্যোগ দুদকের’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

Photocard Comparison: Rumor Scanner

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। যমুনার মূল ফটোকার্ডটিতে ‘ভার্জিনিয়ায় জয়ের দুই বাড়ির সন্ধান জব্দের উদ্যোগ দুদকের’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘জামাত নেতাদের বিচার প্রশ্নবৃদ্ধ হওয়ার পর, রায় কার্যকর করা উচিত হয়নি’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সম্বলিত যমুনা টিভির পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দুদকের তথ্যমতে, সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে দুইটি বাড়ি শনাক্ত হয়েছে, যা আয়কর নথিতে উল্লিখিত নয় এবং জব্দের প্রক্রিয়া চলছে। পাশাপাশি, তাঁর নামে আরও ১৩টি বাড়ি ও একটি শপিং মলের মালিকানার অভিযোগ তদন্তাধীন রয়েছে।

সুতরাং, সজীব ওয়াজেদ জয় “জামাত নেতাদের বিচার প্রশ্নবৃদ্ধ হওয়ার পর, রায় কার্যকর করা উচিত হয়নি” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img