সম্প্রতি, ‘প্রতি রাত আমাকে বিছানায় ডাকতো জয় মুখ খুললো আ’লীগ মহিলা নেত্রী’ শীর্ষক থাম্বনেইলে এক মহিলার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র ও তাঁর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, লালবাগ থানার আওতাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের রাবেয়া সুলতানা নামের কথিত আওয়ামী লীগ নেত্রী প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ আনেননি প্রকৃতপক্ষে, উক্ত নারী সংগঠনে পদ পেতে নেতাদের অনৈতিক প্রস্তাবে সাড়া দিতে হয় বলে একটি সাক্ষাৎকার দেন। যেখানে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সুলতান আহম্মদ বিপুলের বিরুদ্ধে তার সাথে রিসোর্টে যাওয়ার শর্তে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে পদ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটিতে সঞ্চালক দাবি করেন, আওয়ামী লীগের একজন মহিলা নেত্রী দলটির নেতাকর্মীদের গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। তিনি জানান, নারী নেত্রীদের দলে পদোন্নতি পেতে হলে নেতাদের সাথে রাত কাটাতে হয়। এছাড়াও সঞ্চালক দাবি করেন, সজীব ওয়াজেদ জয়ের কিছু চঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। তবে ভিডিওতো তিনি কোথাও দাবি করেননি যে উক্ত নেত্রীকে পদ পেতে জয় অনৈতিক প্রস্তাব দিয়েছেন।
আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, কথিত নেত্রী আওয়ামী লীগে নারী কর্মীদের পদ প্রাপ্তির ক্ষেত্রে নেতাদের অনৈতিক প্রস্তাবে সাড়া দিতে হয় বলে অভিযোগ তুলে এ বিষয় নিয়ে বেশকিছু কথা বলেন। এক পর্যায়ে তিনি তার অঞ্চল লালবাগ থানাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সুলতান আহম্মদ বিপুলের বিরুদ্ধে তার সাথে রিসোর্টে যাওয়ার শর্তে তাকে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে পদ প্রদানের প্রস্তাবের অভিযোগ করেন। তবে ভিডিওটির কোথাও তাকে সজীব ওয়াজেদ জয়ের প্রসঙ্গে কোনো কথা বলে শোনা যায়নি। ভিডিওটির শেষাংশে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে সজীব ওয়াজেদ জয়ের নাম কোন যোগ্যতায় অর্ন্তভুক্ত করা হয়েছে এমন প্রশ্ন উত্থাপন করে তাজ হাশমী নামের একজন সোশাল মিডিয়া এক্টিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রদান করেছেন দাবিতে একটি ভিডিও দর্শকদের উদ্দেশ্যে দেখানো হয়। উক্ত ভিডিওটিতে তাজ হাশমীকে কথিত আওয়ামী লীগ নেত্রী এবং জয়কে নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি।
পরবর্তীতে আলোচিত ভিডিওটির থাম্বনেইলে থাকা বর্তমান দেশ টিভি’র লোগোর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বর্তমান দেশ টিভি এর ফেসবুক পেজে গত ১১ নভেম্বর ‘পদ পেতে হলে আ.লী’গ নেতার সাথে পদ্মা রিসোর্টে এক রাত ঘু’মানোর প্রস্তাব, যা বললেন বীর মুক্তিযোদ্ধার কন্যা!’ শীর্ষক শিরোনামে আলোচিত দাবিতে প্রচারিত কথিত আওয়ামী লীগ নেত্রীর ওই সাক্ষাৎকারের মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটি পর্যালোচনা করেও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আনা আলোচিত দাবিটির ব্যাপারেও তাকে কোনো কথা বলতে শোনা যায় না। তবে ভিডিওটির শেষাংশে কথিত এই নারীর নাম রাবেয়া সুলতানা বলে জানা যায়।
অর্থাৎ, কথিত এই আওয়ামী লীগ নেত্রীর সাথে সজীব ওয়াজেদ জয়ের কোনো সর্ম্পক নেই এবং জয়ের তাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার মতও কোনো ঘটনা ঘটেনি।
মূলত, গত ১১ নভেম্বর বর্তমান দেশ টিভি নামের একটি ফেসবুক পেজ ‘পদ পেতে হলে আ.লী’গ নেতার সাথে পদ্মা রিসোর্টে এক রাত ঘু’মানোর প্রস্তাব, যা বললেন বীর মুক্তিযোদ্ধার কন্যা!’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও তাদের পেজে প্রচার করে। উক্ত ভিডিওটিতে একজন নারীকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নারী কর্মীদের পদ প্রদানের ক্ষেত্রে অনৈতিক প্রস্তাব দেওয়ার বিষয়ে অভিযোগ করেন। উক্ত নারীর এই সাক্ষাৎকারের ভিডিওটি এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যার প্রেক্ষিতে সম্প্রতি, উক্ত ভিডিওর কিছু অংশ কাট করে তার সাথে একটি অনলাইন টক শোর ভিডিও যুক্ত করে ভিত্তিহীনভাবে সজীব ওয়াজেদ জয়কে জড়িয়ে ‘প্রতি রাত আমাকে বিছানায় ডাকতো জয় মুখ খুললো আ’লীগ মহিলা নেত্রী’ শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ঢাকার ওয়ার্ড পর্যায়ের সুলতান আহম্মদ বিপুল নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পদ পেতে এক নারীর অনৈতিক প্রস্তাব পাওয়ার অভিযোগের ভিডিওর সাথে থাম্বনেইলে অপ্রাসঙ্গিকভাবে সজীব ওয়াজেদ জয়ের ছবি ও নাম ব্যবহার করে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bartamandesh Tv Facebook Page: Video
- Rumor Scanner’s Own Analysis