সম্প্রতি, “রাশিয়া সামরিক বাহিনীর সদস্যরা ইউক্রেনকে আক্রমন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।
টিকটকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি ইউক্রেন-রাশিয়া সংঘাতকালীন সময়ের নয় বরং এটি ২০০৯ সালে প্রচারিত রকেট লঞ্চের একটি ভিডিও।
ভিডিওটির কিছু স্থির চিত্র রিভার্স সার্চের মাধ্যমে, “Delostrelec1” নামের একটি ইউটিউব চ্যানেলে ২০০৯ সালের ০২ ডিসেম্বর “122mm RM vz.70” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর সঙ্গে টিকটকের আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০০৯ সালে Delostrelec1 নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত রকেট লঞ্চের একটি ভিডিওকেই সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে। তবে ভিডিওটির স্থান, প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত করা না গেলেও এটি নিশ্চিত যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
অর্থাৎ, রকেট লঞ্চের একটি পুরোনো ভিডিও ক্লিপকে সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়ার সংঘাতের দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: রাশিয়া সামরিক বাহিনীর সদস্যরা ইউক্রেনকে আক্রমন
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]