নিহত ফিলিস্তিনি শিশুর পুরোনো ছবিকে ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত শিশু দাবিতে প্রচার

সম্প্রতি, “কাঠের পুতুল ন্যাটো ইউক্রেনে যুদ্ধ বাধিয়েই দিলো। রুশ বিমান হামলায় নিহত সন্তানকে নিয়ে হাসপাতালে বাবা।” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত কোন শিশুর নয় বরং এটি ফিলিস্তিনের গাজায় একটি স্কুলে হামলায় নিহত এক শিশুর পুরোনো ছবি।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, The New York Times এর ওয়েবসাইটে ” Blasts Kill 16 Seeking Haven at Gaza School” শিরোনামে ২০১৪ সালের ২৪ জুলাইয়ে প্রকাশিত প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from NY Times Website

উক্ত প্রতিবেদনে ছবিটির বর্ণনায় উল্লেখ করা হয়, “(অনুবাদিত)- স্কুলে নিহত ছেলের লাশ নিয়ে এক ব্যক্তি। জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (যারা সংঘাতের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সাহায্য করছে) বলেছে যে গাজার ১৪০,০০০ এরও বেশি বাসিন্দা এখন ৮৩টি স্কুলে অবস্থান করছে এবং তারা এই আশ্রয়কেন্দ্র পরিচালনা করছে”।

এছাড়াও, Time ম্যাগাজিনে “Inside Gaza and Israel: Two Photographers, One War” শিরোনামে ২০১৪ সালের ৩০ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনেও উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।

ফিলিস্তিনি
Screenshot from Time website

অর্থাৎ, বাস্তুচ্যুত হয়ে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি এর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল আশ্রয়কেন্দ্রে থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় নিহত ১৬ জন নিহতের ঘটনার সময়কালে নিহত এক শিশু এবং পাশে থাকা শিশুটির ক্রন্দনরত বাবার ছবি এটি।

মূলত, ইসরায়েল কর্তৃক ২০১৪ সালে ফিলিস্তিনের একটি স্কুল আশ্রয়কেন্দ্রে হামলার ঘটনায় নিহত এক শিশুর পাশে তার বাবার ক্রন্দনরত একটি ছবিকে সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় নিহত সন্তানকে নিয়ে হাসপাতালে বাবা দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই রকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ইসরায়েলী হামলায় নিহত এক ফিলিস্তিনি শিশু এবং পাশে থাকা তার বাবার ক্রন্দনরত অবস্থার পুরোনো একটি ছবিকে সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত শিশুর ছবি দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: কাঠের পুতুল ন্যাটো ইউক্রেনে যুদ্ধ বাধিয়েই দিলো। রুশ বিমান হামলায় নিহত সন্তানকে নিয়ে হাসপাতালে বাবা
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. NYTimes: https://www.nytimes.com/2014/07/25/world/middleeast/despite-talk-of-a-cease-fire-no-lull-in-gaza-fighting.html
  2. Time: https://time.com/3394237/inside-gaza-and-israel-two-photographers-one-war/

আরও পড়ুন

spot_img