বেশ কয়েকবছর ধরে সমাজের দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষদের আশ্রয় ও সহায়তা করার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পান সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ এর প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার।
তার মানবিক কাজের আড়ালে তার বিরুদ্ধে ওঠা অন্যায় ও অনিয়মের অভিযোগ নিয়ে গত ২৫ এপ্রিল ‘মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর মিল্টন সমাদ্দার’ এবং ‘জীবনের ধাপে ধাপে প্রতারণা’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে জাতীয় দৈনিক কালবেলা। এরপর তার অনিয়ম নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব অনিয়মের অভিযোগে গত ০১ মে রাতে ঢাকার মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। পরদিন ০২ মে মৃত্যুসনদ জাল করার অভিযোগে মিরপুর মডেল থানায় হওয়া পুলিশ বাদী মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এরই প্রেক্ষিতে সম্প্রতি, ‘মিল্টনকে ফাঁসির নির্দেশ প্রধানমন্ত্রীর, রিমান্ডে ভয়ংকর তথ্য ফাঁস’ শীর্ষক শিরোনাম থাম্বনেইলে উল্লেখপূর্বক একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে।
Taj tv নামে একটি চ্যানেল থেকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে ২৭ হাজারেরও অধিক বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিল্টন সমাদ্দারকে ফাঁসির নির্দেশ দেওয়ার তথ্যটি বানোয়াট। অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে কোথাও ‘মিল্টনকে ফাঁসির নির্দেশ প্রধানমন্ত্রীর’ এর দাবি সম্পর্কিত সংবাদ ও সোর্স উপস্থাপন করা হয়নি। এমনকি ভিডিওটিতে আলোচিত দাবির সাথে প্রাসঙ্গিক কোনো তথ্যেরও উল্লেখ পাওয়া যায়নি। অর্থাৎ ভিডিওটি’র থাম্বনেইলে প্রচারিত দাবিটির সাথে বিস্তারিত অংশের অসামঞ্জস্যতা রয়েছে।
০৯ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওর শুরুতে এটিএন নিউজ, বার্তা২৪, বায়ান্ন টিভি ও বিটিভির সংবাদের কিছু অংশ দেখানো হয়েছে। এরপর একজন উপস্থাপক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিল্টন সমাদ্দারকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা ফাঁসি দেয়ার কথা বলেছেন বলে দাবি করে। তবে এই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ দেয়া হয়নি ভিডিওতে।
আলোচিত ভিডিওতে দেখানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের ফুটেজের কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিডিওটি মূলত ২০১৯ সালের ৯ অক্টোবরের যেখানে তিনি তৎকালীন বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের নিয়ে তিনি কথা বলেছিলেন।
এরপর ভিডিওজুড়ে দৈনিক জনকণ্ঠের একটি প্রতিবেদন ও ভিডিওর শুরুতে দেখানো ডিবি প্রধান হারুন-অর-রশিদের সাক্ষাৎকার আবার দেখানো হয়। ভিডিওর শেষে উপস্থাপক আবার প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা উল্লেখ করলেও দাবির বিষয়ে কোনো যথাযথ প্রমাণ দেননি।
এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কোনো নির্দেশনা আদৌ দিয়েছেন কিনা তা নিশ্চিতে প্রাসঙ্গিক কি অনুসন্ধানে গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিশ্বস্ত সূত্রে এ জাতীয় কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
মূলত, সাম্প্রতিক সময়ে Taj tv নামের একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত এক ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিল্টন সমাদ্দারকে ফাঁসির নির্দেশ দিয়েছেন বলে দাবি করা হয়। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি বানোয়াট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিল্টন সমাদ্দারকে ফাঁসির নির্দেশ দেয়ার কোনো ঘটনা ঘটেনি।
সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিল্টন সমাদ্দারকে ফাঁসির নির্দেশ দিয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- BBC: আবরার হত্যা: জড়িতদের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- ATN News: অসহায় মানুষকে আশ্রয় দিয়ে কি’ড’নি বি’ক্রি করেন মিল্টন সমাদ্দার?
- Barta24: মিল্টন সমাদ্দার গ্রেপ্তারের পর কেমন আছে অসহায় মানুষরা?
- Bayanno TV: মিল্টন সমাদ্দারের ব্যাপারে যে লোমহর্ষক তথ্য দিলেন ডিবির হারুন
- Rumor Scanner’s Own Research