চৌদ্দগ্রামে গার্মেন্টসে ভূমিকম্পের আতঙ্কে পদদলিত হয়ে ৬ শ্রমিকের মৃত্যুর গুজব  

আজ ২ ডিসেম্বর সকাল ৯ টা ৩৫ মিনিটে দেশব্যাপী সংঘটিত ভূমিকম্পের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়ায় আমির শার্ট গার্মেন্টসে আতঙ্কিত হয়ে ভবন থেকে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৬ জন শ্রমিক নিহতের একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভূমিকম্পে

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়ায় আমির শার্ট গার্মেন্টসে পদদলিত হয়ে প্রায় শতাধিক শ্রমিক আহত হলেও উক্ত ঘটনায় এখন পর্যন্ত কোনো শ্রমিক নিহত হননি। আহত অবস্থায় বেশ কয়েকজন শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন এবং অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রচারিত দাবির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানের শুরুতে চৌদ্দগ্রাম থানায় যোগাযোগ করে রিউমর স্ক্যানার। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শ্রীনাথ শাহা বলেন, ‘এখন পর্যন্ত নিহতের কোনো ঘটনা ঘটেনি। কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে কয়েকজন বাড়িতে চলে গেছেন।’ 

পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সামছুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, এখন পর্যন্ত ৭৫ জন আমাদের এখানে চিকিৎসা নিয়েছে। তবে, নিহতের ঘটনা ঘটেনি।

পাশাপাশি, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মঈনউদ্দীন সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নিহতের কোনো খবর আমরা পাইনি। 

এছাড়া উক্ত ঘটনার বিষয়ে মূলধারার গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। গণমাধ্যমের প্রতিবেদন দেখুন: প্রথম আলো, ডেইলি স্টার, বিডিনিউজ২৪। 

মূলত, আজ শনিবার সকাল ৯ টা ৩৫ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশটির বিভিন্ন স্থানে ৫.৬ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, ঢাকা থেকে ৮৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় ছিল এর উৎপত্তিস্থল। এই ঘটনার পরপরই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়ায় আমির শার্ট গার্মেন্টসের ভবন থেকে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে ৬ জন শ্রমিক নিহতের একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। অনুসন্ধানে গণমাধ্যমের সংবাদে কুমিল্লায় ভূমিকম্পের আতঙ্কে গার্মেন্টসে পদদলিত হওয়ার এই ঘটনায় প্রায় শতাধিক শ্রমিক আহতের খবর পাওয়া গেলেও ঘটনার সাথে সংশ্লিষ্ট পুলিশ, হাসপাতাল ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে কথা বলে উক্ত ঘটনায় ৬ শ্রমিক নিহতের দাবির কোনো সত্যতা পায়নি রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়ায় আমির শার্ট গার্মেন্টসে ভূমিকম্প আতঙ্কে ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে প্রায় শতাধিক শ্রমিক  আহত হলেও কেউ মারা যায়নি। তাই উক্ত ঘটনায় ৬ জন নিহতের দাবিটি বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img