গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় একাধিক নিহতের ভুয়া দাবি

গত ০৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালানোয় অনেকে আহত হন। উক্ত ঘটনায় অন্তত একজন থেকে সর্বোচ্চ দশজনের (শিবির ও সমন্বয়ক দাবিও রয়েছে) নিহতের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখেছে রিউমর স্ক্যানার। 

মোজাম্মেল হকের

দশজন নিহত হওয়ার দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷ 

তিনজন নিহত হওয়ার দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷ 

দুইজন নিহত হওয়ার দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একজন নিহত হওয়ার দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় কোনো ব্যক্তি নিহত হয়নি বরং, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে মৃত্যুর ভুয়া দাবিগুলো প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে বিবিসি বাংলার ওয়েবসাইটে ০৮ ফেব্রুয়ারি “গাজীপুরে শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে কী ঘটেছিল?” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৭ ফেব্রুয়ারি মধ্যরাতে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালানোয় অনেকে আহত হয়েছেন। হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছে বলে বিবিসি বাংলাকে জানান গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান।

একই তারিখ প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

গণমাধ্যমটিকে গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আখতার বলেন, ১৫-১৬ জনকে তাজউদ্দীন মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্র–জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন। এতে ১২-১৩ জন আহত হয়েছেন বলে তাঁদের কাছে তথ্য রয়েছে।

এছাড়া, ১০ ফেব্রুয়ারি প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও ১৭ জন আহতের তথ্য প্রকাশ করা হয়েছে। 

তবে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে উক্ত ঘটনায় কারো নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনার প্রেক্ষিতে নিহতের ঘটনা ঘটেছে শীর্ষক একাধিক দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img