সম্প্রতি ‘মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামীলীগের হাতেই নিরাপদ।- রুমিন ফারহানা’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে ‘মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামীলীগের হাতেই নিরাপদ’ বলতে শোনা যায়৷

উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পোস্ট দেখুন- বাংলা ম্যাগাজিন (ফেসবুক)।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রুমিন ফারহানা ‘মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামীলীগের হাতেই নিরাপদ’ বলে মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি সাম্প্রতিক টকশোতে তার বক্তব্যের একটি খণ্ডিত অংশকে বিভ্রান্তিকরভাবে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ২৮ আগস্ট ‘ডিসেম্বরের শুরুতে তফসিল |রাজনীতি | Rajniti | 28 August 2025’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওর ১৯ মিনিট ৫৮ সেকেন্ড থেকে রুমিন ফারহানার বক্তব্য শুরু হয়। তার বক্তব্যের ২৫:১৪ থেকে ২৫:১৭ পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে।
ভিডিওটির ২৫:০০ থেকে ২৫:২৫ সেকেন্ড পর্যন্ত অংশে উক্ত টকশোর বক্তা রুমিন ফারহানা বলেন, “এই যে জুলাই-অগাস্টের পর খুঁজে খুঁজে খুঁজে সাতজন বীরশ্রেষ্ঠর ভাষ্কর ভাঙা হলো, তাতে কী হলো? হাসিনা আবারও প্রমাণ করার বা বলার সুযোগ পেলো; প্রমাণ করা তো সেটা ইতিহাসের ব্যাপার, বলার সুযোগ পেলো যে মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামীলীগের হাতেই নিরাপদ। যখন আপনি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরালেন, এই ঘটনা হাসিনার আমলেও হইছে ২/১ টা…”।
এই বক্তব্য থেকে “মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামীলীগের হাতেই নিরাপদ” অংশটি কর্তন করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷ এটি রুমিন ফারহানার নিজস্ব মন্তব্য নয়।
সুতরাং, রুমিন ফারহানা ‘মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামীলীগের হাতেই নিরাপদ’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।