অন্তত গত ২৪ এপ্রিল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পদত্যাগ করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পদত্যাগ করার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে প্রকাশিত ভুয়া সংবাদ সত্য দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টগুলো পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। এতে দেখা যায়, প্রতিটি পোস্টেই মন্তব্যের ঘরে আলোচিত তথ্যের বিস্তারিত বিবরণী থাকার দাবি করা হয়। পোস্টগুলোর মন্তব্যের ঘর পর্যালোচনা করে সবগুলো পোস্টে সূত্র হিসেবে একই লিংকের সন্ধান পাওয়া যায়।

উক্ত লিংকে প্রবেশের পর একটি ব্লগপোস্ট ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়। যেখানে ‘সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে পদ ছাড়লেন রুহুল কবির রিজভী! দলের অভ্যন্তরে উত্তেজনা চরমে’ শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন দেখতে পাওয়া যায়।
প্রতিবেদনটিতে দাবি করা হয়, দলের চেয়ারপারসনের ঘনিষ্ঠ মহলের সাথে একাধিকবার মতবিরোধ হওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পদত্যাগ করেছেন বলে গোপন সূত্রে জানা যায়। তবে প্রতিবেদনটির শেষাংশে রুহুল কবির রিজভীর ঘনিষ্ঠদের বরাতে জানানো হয়, শারীরিক অসুস্থতার কারণে তিনি কিছুদিনের জন্যে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তার পদত্যাগ করার তথ্যটি সঠিক নয়। পাশাপাশি একদম শেষ লাইনে রুহুল কবির রিজভীর পদত্যাগ করার তথ্যটিকে প্রতিবেদনে গুজব বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও গুজবটি সত্য কিনা তা জানতে দলের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক ঘোষণার জন্যে অপেক্ষা করার কথাও বলা হয়েছে।
পরবর্তীতে দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য অন্য কোনো সূত্রে রুহুল কবির রিজভীর পদত্যাগের তথ্যটির সত্যতা পাওয়া যায়নি। তবে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক ইত্তেফাক-এর ওয়েবসাইটে ২৪ এপ্রিল নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না: রিজভী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ২৪ এপ্রিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি জরুরী সংবাদ সম্মেলন করেন। যেখানে বিএনপির মতে নির্বাচিত সরকার না থাকায় দেশে জবাবদিহিতার অভাবসহ তৈরি হওয়া বিভিন্ন সংকট নিয়ে তিনি আলোচনা করেন বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়। তবে উক্ত প্রতিবেদনের কোথাও তার শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে দূরে থাকা বা পদত্যাগ করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমেও উক্ত সংবাদ সম্মেলনের ভিডিওযুক্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যা ২৪ এপ্রিল দুপুর ৩ টা ২৫ মিনিটে পেজটিতে প্রচার করা হয়। অপরদিকে তার পদত্যাগের দাবিতে প্রচারিত পোস্টগুলো গত ২৪ এপ্রিল প্রথম প্রহর থেকে প্রচারিত হয়ে আসছে। উক্ত পোস্টের শিরোনামেও তাকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে উল্লেখ করা হয়।

এছাড়াও বিএনপির ফেসবুক পেজে উক্ত প্রেস ব্রিফিংয়ের লিখিত ডকুমেন্টের ছবিও প্রচার করা হয়। যেখানেও অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সিনিয়র মহাসচিব হিসেবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, রাজনৈতিক অপতথ্য প্রচারে ব্লগস্পটের ফ্রি ডোমেইন কীভাবে কাজ করছে তা নিয়ে রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিটের প্রতিবেদন দেখুন এখানে।
সুতরাং, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পদত্যাগ করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Ittefaq Website: নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না: রিজভী
- Bangladesh Nationalist Party-BNP Facebook Page Post
- Bangladesh Nationalist Party-BNP Facebook Page Post
- Rumor Scanner’s Analysis